Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখ ফুলে যাওয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

পাসপোর্টের ছবির সঙ্গে মিলছে না মুখ। এই অভিযোগে বছর চব্বিশের এক মহিলাকে বিমানে উঠতেই দিলেন না রায়েন এয়ারের কর্মীরা। মঙ্গলবার স্পেনের অ্যালিকেন্ট বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ওই মহিলা স্পেন থেকে ইংল্যান্ডে নিজের বাড়ি যাচ্ছিলেন।
জানা যায়, শ্যানন ওথারস্পুন পাসপোর্ট, টিকিট নিয়ে সময় মতো পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরে। চেক ইনের জন্য কাউন্টারে পৌঁছে যান। কিন্তু সেখানে যে সংস্থার বিমানের টিকিট কেটেছিলেন সেই রায়েনএয়ারের কর্মীরা তাকে বিমানে উঠতে বাধা দেন। তাদের বক্তব্য, শ্যাননের মুখ নাকি পাসপোর্টের ছবির সঙ্গে মিলছে না। এমনকি তারা পাসপোর্টে একটি অংশে নাকি পানিতে নষ্ট হয়ে যাওয়ার চিহ্নও দেখতে পান। সব মিলিয়ে তারা ওই মহিলাকে কিছুতেই বিমানে উঠতে দিতে রাজি হননি। এমনকি শ্যানন তার অন্যান্য সচিত্র পরিচয়পত্রগুলি দেখান, তাতেও ওই কর্মীদের বোঝানো সম্ভব হয়নি।

শ্যানন জানিয়েছেন, অ্যালার্জির কারণে তার মুখ কিছুটা ফুলে গিয়েছে। তাই এই বিমান কর্মীরা দাবি করেন, তার মুখের সঙ্গে পাসপোর্টের ছবি মিলছে না। যখন প্রথম পাসপোর্টটি হাতে নেন এক মহিলা কর্মী, প্রায় সঙ্গে সঙ্গেই তিনি মাথা নাড়তে শুরু করেন। পরে বলেন আপনাকে বিমানে উঠতে দেওয়া যাবে না।

বাড়ি যাওয়ার তাড়া ছিল শ্যাননের। তাই তিনি বাধ্য হয়ে ব্রিটিশ এয়ারের টিকিট কেটে গ্যাটউইক হয়ে এডিনবরা পৌঁছন। শেষ মুহ‚র্তে তিনি ব্রিটিশ এয়ারের টিকিট কেটে চেক ইন করতে গেলে, সেখানে অবশ্য তার মুখ বা পাসপোর্ট নিয়ে কোনও আপত্তি করা হয়নি। সূত্র : ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ