Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ স্ত্রীকে তালাক ও সন্তানকে অস্বীকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

ঘর ভাঙার গুঞ্জন উঠেছিল আগেই। এবার আইনজীবীই নিশ্চিত করলেন যে, সাবেক রুশ সুন্দরীকে তালাক দিয়েছেন মালয়েশিয়ার সাবেক রাজা সুলতান মুহাম্মদ পঞ্চম। এই রুশ সুন্দরীকে বিয়ের পরই সিংহাসন ছেড়েছিলেন তিনি। একই সঙ্গে রুশ সুন্দরীর গর্ভে জন্ম নেয়া সন্তানের কথাও অস্বীকার করলেন রাজা সুলতান মুহাম্মদ। গত বছরের নভেম্বরে তাদের বিয়ে নিয়ে ব্যাপক তোলপাড় হয়। সা¤প্রতিক সময়ে তার স্ত্রী সাবেক মিস মস্কো রিহানা ওকসানা ভোয়েভোদিনার (২৭) একটি যৌন দৃশ্যের ভিডিও ফাঁস হওয়ার জেরেই তাদের সংসারে ভাঙন ধরেছে বলে জানা যায়।

সাবেক রাজা সুলতান মুহাম্মদ তার স্ত্রীকে তিন তালাক দিয়েছেন বলে তার আইনজীবী নিশ্চিত করলেও তার স্ত্রী এই তালাকের কথা অস্বীকার করছেন। তিনি বলছেন, তিনি এখনও সুলতান মুহাম্মদ পঞ্চমের স্ত্রী। একই সঙ্গে বেশ কিছুদিন ধরে তিনি সামাজিক মাধ্যমে তাদের দু’জনের দাম্পত্য জীবন এবং তাদের সন্তানের বেশ কিছু ছবি পোস্ট করে যাচ্ছেন।

গত ১ জুলাই সাবেক রাজা সুলতান মুহাম্মদ পঞ্চমের সঙ্গে রিহানার বিবাহ বিচ্ছেদ হয়েছে। ইসলামি শরিয়াহ অনুযায়ী, রাজা তাকে তিন তালাক দিয়েছেন। তালাকনামার একটি কপি রুশ সুন্দরীর কাছে পাঠানো হয়েছে। এদিকে, গত ২১ মে ছেলেসন্তানের মা হন রিহানা। এই সন্তানের জন্ম দিয়েও জল্পনা তৈরি হয়েছে। সাবেক রাজার আইনজীবী কোহ সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস পত্রিকাকে বলেছেন, সুলতান মুহাম্মদ পঞ্চম এই সন্তানের বাবা নন। তবে তালাকের কথা পুরোপুরি অস্বীকার করে সাবেক রুশ সুন্দরী রিহানা মালয়েশিয়াকিনিকে বলেন, আমি ডিভোর্সের বিষয়ে কিছুই শুনিনি।

গত ২২ নভেম্বর মস্কোর বারভিখা কনসার্ট হলে এক জাঁকজমকপ‚র্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছর বয়সী রাজা সুলতান মুহাম্মদ পঞ্চমকে বিয়ে করেন ২৫ বছরের এই রুশ সুন্দরী। দুই দেশের প্রথা অনুযায়ী হয় তাদের বিয়ের আনুষ্ঠাকিতা। ওকসানা বিয়ের পর ছবি টুইট করেন।
ছবিতে দেখা যায়, জমকালো অনুষ্ঠানে বিয়ের পোশাকে রাজা সুলতান মুহাম্মদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। মুহাম্মদ সুলতান নীল রঙের ঐতিহ্যবাহী মালয়েশিয়ার বাজু ও ওকসানা পরেছিলেন কারুকার্য খচিত সাদা গাউন। বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল রাজকীয় আয়োজন। বৃদ্ধ বয়সে রাজার এমন হঠাৎ বিয়েতে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।



 

Show all comments
  • পাবেল ২৫ জুলাই, ২০১৯, ১০:৩১ এএম says : 0
    মালয়েশিয়ার রাজা যে নারীর জন্য রাজত্ব ত্যাগ করেছিলেন। সেই সাবেক মিস রাশিয়াকে রাজা এবার ডিভোর্স দিলেন !
    Total Reply(0) Reply
  • Ashique Mahmud ২৫ জুলাই, ২০১৯, ১০:৩৩ এএম says : 0
    লজ্জা জনক
    Total Reply(0) Reply
  • Humayoun Kabir Meridha ২৫ জুলাই, ২০১৯, ১০:৩৪ এএম says : 0
    আম আর ছালা দুটিই হারালেন
    Total Reply(0) Reply
  • Md Rustum Ali Howlader ২৫ জুলাই, ২০১৯, ১০:৩৫ এএম says : 0
    এভাবেই মুসলমানরা দিনে দিনে ইমানহারা হচ্ছে।হায় আফসোস!
    Total Reply(0) Reply
  • সালমান ২৫ জুলাই, ২০১৯, ১০:৩৭ এএম says : 0
    ভালোবাসায় কি ভাটা পড়ে গেলো ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ