Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু

থাইল্যান্ডে ৬৪, ফিলিপাইনে ৪৫৬ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

ফিলিপাইন ছাড়াও দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে ভাইরাস জ্বর ডেঙ্গু প্রাণঘাতী রূপ নিয়েছে। গত সাত মাসে দেশটিতে এই জ্বরে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। এতে মারা গেছে প্রায় ৬৪ জন মানুষ। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রী লোয়ে প্রদেশের চিয়াং খান শনিবার ডেঙ্গু আক্রান্তদের দেখতে হাসপাতাল গিয়ে এ তথ্য জানিয়েছেন। গত এক সপ্তাহে থাইল্যান্ডের হাসপাতালে প্রায় সাড়ে ৪ হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৭৪ জনে। এছাড়া নিহত হয়েছেন ৬৪ জন। এ বছরের শেষ নাগাদ দেশটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অপরদিকে, ফিলিপাইনে ডেঙ্গু মহামারীর আকার নিয়েছে। চলতি বছরে দেশটিতে প্রায় ১ লাখ ৬ হাজার মানুষ এ রোগে আক্রান্ত ও ৪৫৬ জনের মৃত্যু হয়েছে। ফিলিপাইন ইন্টিগ্রেটেডে ডিজিস সার্ভেইলেন্স অ্যান্ড রেসপন্স (পিআইডিএসআর) জানিয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৬ জনের মৃত্যু হয়েছে। ফিলিপাইন ইন্টিগ্রেটেড ডিজিজেস সার্ভিলেন্স এন্ড রেসপন্স (পিআইডিএসআর) এর তথ্যে বলা হয়েছে, গত বছরেও দেশটিতে ডেঙ্গু দেখা গিয়েছিল। তবে এ বছর গোটা ফিলিপাইনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৭ হাজার ৫৬৪ জন। ২০১৮ সালের তুলনায় যা ৮৫ শতাংশ বেশি। শিশু ও কিশোররা সবচেয়ে বেশি প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হচ্ছে। মোট ডেঙ্গু রোগীর ৩৯ শতাংশের বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক সতর্কবার্তায় ডেঙ্গু আক্রান্তদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা দিতে সার্বক্ষণিক কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে আঞ্চলিক কার্যালয়গুলোকে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ