Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউরোপে প্রচন্ড দাবদাহ ফ্রান্সে রেকর্ড তাপমাত্রা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

পশ্চিম ইউরোপের শহরগুলো চলতি গ্রীষ্মেই দ্বিতীয় দফা দাবদাহের মুখোমুখি হতে যাচ্ছে; এরই মধ্যে ফ্রান্সের বোর্দু শহরের তাপমাত্রা আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এ শহরের তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে দেশটির আবহাওয়া বিভাগ ‘মিতিও ফ্রান্সের’ বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এর আগে ২০০৩ সালে শহরটির তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। চলতি সপ্তাহের আবহাওয়া পূর্বাভাসে বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসসহ ইউরোপের বিভিন্ন শহরে তাপমাত্রা বাড়তে বাড়তে আগের রেকর্ড ভেঙে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। ইউরোপে দেখা দেওয়া এবারের দাবদাহগুলো ‘জলবায়ু পরিবর্তনের ছাপ বহন করছে’ বলে মন্তব্য করেছেন বিশ্ব আবহাওয়া সংস্থার এক মুখপাত্র। “জুনে যেমনটা দেখেছি, এগুলো এখন ধারাবাহিকভাবে আসছে, তুলনামূলক আগেই যাত্রা শুরু করছে, তীব্রতাও বাড়ছে। চলে যাওয়ার জন্য আসা সমস্যা নয় এটি,” বলেছেন ক্লেয়ার নুলিস। দাবদাহ মোকাবেলায় বাসিন্দাদের সতর্ক করতে ফ্রান্সের বেশিরভাগ এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ