Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃত ৩২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

প্রাকৃতিক দুর্যোগ ফের কাড়ল প্রাণ। উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃত্যু হল অন্তত ৩২ জনের। গত রোববারের ঘটনায় রীতিমতো আতঙ্কে যোগীর রাজ্যের বাসিন্দারা। একদিকে, বন্যায় বিপর্যস্ত অসম ও বিহার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ঘরছাড়া লক্ষাধিক মানুষ। পশুপাখি থেকে বন্য জীবজন্তু- বন্যায় ক্ষতিগ্রস্ত সকলেই। অন্যদিকে প্রবল ঝড়-বৃষ্টি থেকে রক্ষা পায়নি উত্তরপ্রদেশও। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে বেহাল অবস্থা উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার। বজ্রপাতে রোববারই ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত ১৩ জন। এর আগে এ রাজ্যে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল। ১৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে আবার দুজন প্রাণ হারিয়েছিলেন সাপের কামড়ে।

মৃতদের মধ্যে চোদ্দজন কানপুর ও ফতেপুরের বাসিন্দা। পাঁচজন ঝাঁসী, চারজন জালাউন, তিনজন হামিরপুর, দুজনের বাড়ি গাজিপুরে। বাকি চারজন জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত এবং চিত্রক‚টের বাসিন্দা। এর আগে যাঁর বাজ পড়ে মৃত্যু হয়েছিল তার বাড়ি ছিল দেওরিয়ায়। আর গত বৃহস্পতি ও শনিবার সাপের কামড়ে মৃত ব্যক্তিদের বাড়ি যথাক্রমে আম্বেদকরনগর ও কুশিনগরে। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবার প্রতি চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন যেন আহতদের চিকিৎসায় কোনও গাফিলতি না হয়। সূত্র : সংবাদপ্রতিদন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ