মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওয়াশিংটন সফরের প্রেক্ষাপটে ইসলামাবাদের আফগান নীতি পরিবর্তনের উপর সতর্ক আশাবাদের সঙ্গে লক্ষ্য রাখছে আফগানিস্তান। তবে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য চুক্তি দেখতে চান কাবুলের কর্মকর্তারা। সন্ত্রাসকে বিশ্বের জন্য হুমকি মনে করেন তারা। খানের ওয়াশিংটন সফরের কারণে কাবুলের ব্যাপারে ইসলামাবাদের নীতির উপর কী প্রভাব পড়তে পারে এমন এক প্রশ্নের জবাবে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র সেদিক সিদ্দিকী বলেন, আফগান প্রেসিডেন্টের পাকিস্তান সফরের সময় আমরা কিছু আশাবাদ ও পরিবর্তন দেখেছি। আমরা আফগানিস্তানের ব্যাপারে পাকিস্তানের নীতিতে পরিবর্তন নিয়ে সতর্ক আশাবাদি হতে পারি।
তিনি উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে করেন যে স্থিতিশীল আফগানিস্তান পাকিস্তানের স্বার্থকে নিশ্চিত করতে পারে। তবে দুঃখজনক হলো মাঠ পর্যায়ে এর কোন প্রতিফলন দেখা যাচ্ছে না। সিদ্দিকী বলেন, সন্ত্রাস উভয় দেশ ও বিশ্বের জন্য একটি বাহ্যিক হুমকি। পারস্পরিক আস্থা ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য এ ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য চুক্তি হওয়া দরকার। তালেবানের উপর পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। আর সে কারণেই কোন যুদ্ধবিরতি ও কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসতে নারাজ তালেবানরা। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।