Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হযরত আবু হুরায়রা রা.-এর জীবনে বরকত

আল্লামা আব্দুল কুদ্দুস | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

হযরত আবু হুরাইরা রা. প্রিয় নবীর বিখ্যাত সাহাবি। যাঁর নাম আমরা সবাই জানি। বিশেষ করে যারা হাদিস পড়েন, তারা এ নামটির সঙ্গে খুবই পরিচিত। সাহাবায়ে কেরামের মধ্যে তিনিই সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরাইরা রা. থেকে প্রায় ৫৩৭৫টি হাদিস বর্ণিত হয়েছে।
হযরত আবু হুরায়রা রা. ৭ম হিজরীতে মুসলমান হয়েছেন। ইসলাম গ্রহণের পর তিনি দিন-রাত দরবারে নববীতে পড়ে থাকতেন। ক্ষুধা-অনাহারে কাতর হয়ে রাস্তায় পড়ে থাকতেন, তবুও এই ভেবে কোথাও যেতেন না- এ সময়ে যদি রাসূলের ওপর কোনো ওহি নাযিল হয় আর আমি তা শুনতে না পাই।

প্রথমে তাঁর অবস্থা এমন ছিল, যা শুনতেন ভুলে যেতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি যা পড়ি তা ভুলে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রা.-কে বললেন, তোমার চাদরটি আমার সামনে মেলে ধরো। তিনি মেলে ধরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই হাত ভরে পানি নেয়ার মতো করে তা আবু হুরায়রা রা.-এর চাদরে ঢেলে দিলেন। যেন তিনি হাত ভরে কোনো কিছু নিয়ে তার চাদরে ঢাললেন। এরপর বললেন, আবু হুরায়রা, চাদরটি তোমার বুকে জড়িয়ে নাও। তিনি তা জড়িয়ে নিলেন। হযরত আবু হুরায়রা রা. বলেন, এরপর আমি কোনো কিছু ভুলিনি।- সহীহ বুখারী : ১১৯।

এটা ছিল ইলমের বরকত। হযরত আবু হুরায়রা রা. নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত ও সান্নিধ্য পেয়েছিলেন মাত্র আড়াই বছর বা তার কিছু কম-বেশি। এ অল্প সময়েই তিনি বহু হাদিস মুখস্থ করেছেন। অল্প সময়ের মেহনতে অনেক বেশি ফল পেয়েছেন।

এরপর এলো ওই দুঃখজনক দিন, যেদিন হযরত উসমান রা.-কে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। খলীফার শাহাদাতের খবর শুনে আবু হুরায়রা রা. অস্থির হয়ে ছুটে গেলেন উসমান রা.-এর ঘরের দিকে। বহুদিন ধরে কাঁধে ঝুলিয়ে রাখা থলের রশি নরম হয়ে গিয়েছিল। সেদিন আবু হুরায়রা রা.-এর অস্থির ছোটাছুটিতে তা ছিঁড়ে পড়ে যায়। তিনি ঝুলিটি কাঁধে না পেয়ে আরও বেশি পেরেশান হয়ে পড়লেন। মদিনার অলিগলিতে তালাশ করেও আর তা পেলেন না।

তিনি তখন এ ঝুলিটি তালাশ করতেন আর এ কবিতা আবৃত্তি করতেন, যার মর্মার্থ এই, আজ তো মানুষের দুঃখ ও বেদনা একটি, তা হলো উসমান রা.-এর শাহাদতবরণ। আর আমার দুঃখ ও বেদনা দু’টি, একটি হলো উসমান রা.-এর শাহাদতের বেদনা আর আরেকটি হলো বরকতময় খেজুরের থলেটি হারিয়ে যাওয়ার বেদনা।
এটা ছিল হযরত আবু হুরায়রা রা.-এর রিযিকের বরকত। অল্প কয়েকটি খেজুর তিনি প্রায় ২৬ বছর নিজে খেয়েছেন। অন্যদেরও খেতে দিয়েছেন। সুবহানাল্লাহ!

তো আল্লাহ পাক যখন বরকত দেন তখন এমনই হয়ে থাকে। তাই বরকত অনেক বড় নেয়ামত। এ নেয়ামত সকলে লাভ করতে পারে না। আমাদের তো সকল প্রকার বরকত প্রয়োজন। হায়াত ও সময়ের বরকত, আমলের বরকত এবং ইলম ও রিযিকের বরকত। সবগুলোরই মুখাপেক্ষী আমরা। তাই এ বরকত লাভের জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা প্রয়োজন। আমরা সব সময় দোয়া করব, আল্লাহ তায়ালা যেন আমাদের সর্বপ্রকার বরকত দান করেন।



 

Show all comments
  • Imam Uddin ২২ জুলাই, ২০১৯, ২:০৯ এএম says : 0
    হযরত আবু হুরাইরাহ (রা.) ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একজন সাহাবা ও সেবক। তাঁর প্রকৃত নাম আব্দুর-রহমান ইবনে সা’খর অথবা উমায়র ইবনে আমির।
    Total Reply(0) Reply
  • মোঃ জামান হোসেন জন ২২ জুলাই, ২০১৯, ২:১০ এএম says : 0
    বিশ্বনবী হযরত মুহাম্মদ সা.-এর প্রিয় সাহাবীদের মধ্যে আবু হুরায়রা রা. ছিলেন অন্যতম। তার জীবন ও কর্ম আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি সাহাবিদের মধ্যে সর্বাধিক হাদিস শুনেছেন এবং বর্ণনা করেছেন।
    Total Reply(0) Reply
  • মাইনুল ২২ জুলাই, ২০১৯, ২:১০ এএম says : 0
    আবু হুরায়রা নামটিতে একটি চমকপ্রদ কাহিনী জড়িত আছে। একদিন হযরত হুরায়রা রা. জামার আস্তিনের নিচে একটি বিড়াল নিয়ে রাসূল সা.-এর দরবারে হাজির হলে হঠাৎ বিড়ালটি সবার সামনে বেরিয়ে পড়ল। এ অবস্থা দেখে রাসূল সা. রসিকতা করে তাকে ‘হে বিড়ালের পিতা' বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি আবু হুরায়রা রা. বিড়ালের পিতা নামে খ্যাতি লাভ করেন।
    Total Reply(0) Reply
  • মিরাজ আলী ২২ জুলাই, ২০১৯, ২:১১ এএম says : 0
    তিনি তিন বছর নবী মুহাম্মদ(সা:) এর সান্নিধ্যে ছিলেন এবং বহুসংখ্যক হাদীস আত্মস্থ করেন এবং বর্ননা করেন| হিসাব অনুযায়ী, ৫,৩৭৫ টি হাদীস তিনি লিপিবদ্ধ করেছেন। বলা হত যে, উর্বর মস্তিষ্ক ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি| তাঁর কাছ থেকে আটশত তাবেঈ হাদীস শিক্ষা লাভ করেছিলেন|
    Total Reply(0) Reply
  • মিরাজ আলী ২২ জুলাই, ২০১৯, ২:১১ এএম says : 0
    তিনি তিন বছর নবী মুহাম্মদ(সা:) এর সান্নিধ্যে ছিলেন এবং বহুসংখ্যক হাদীস আত্মস্থ করেন এবং বর্ননা করেন| হিসাব অনুযায়ী, ৫,৩৭৫ টি হাদীস তিনি লিপিবদ্ধ করেছেন। বলা হত যে, উর্বর মস্তিষ্ক ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি| তাঁর কাছ থেকে আটশত তাবেঈ হাদীস শিক্ষা লাভ করেছিলেন|
    Total Reply(0) Reply
  • Anwar ২২ জুলাই, ২০১৯, ১১:৩২ এএম says : 0
    একদিন হযরত হুরায়রা রা. জামার আস্তিনের নিচে একটি বিড়াল নিয়ে রাসূল সা.-এর দরবারে হাজির হলে হঠাৎ বিড়ালটি সবার সামনে বেরিয়ে পড়ল। এ অবস্থা দেখে রাসূল সা. রসিকতা করে তাকে ‘হে বিড়ালের পিতা' বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি আবু হুরায়রা রা. বিড়ালের পিতা নামে খ্যাতি লাভ করেন। হযরত আবু হুরাইরা রা. থেকে প্রায় ৫৩৭৫টি হাদিস বর্ণিত হয়েছে।
    Total Reply(0) Reply
  • MD Abu Huraira ২৩ জানুয়ারি, ২০২০, ১১:১২ পিএম says : 0
    হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু নামের অর্থ বিড়ালের পিতা
    Total Reply(0) Reply
  • MD Abu Huraira ২৩ জানুয়ারি, ২০২০, ১১:১২ পিএম says : 0
    হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু নামের অর্থ বিড়ালের পিতা
    Total Reply(0) Reply
  • MD Abu Huraira ২৩ জানুয়ারি, ২০২০, ১১:১২ পিএম says : 0
    হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু নামের অর্থ বিড়ালের পিতা
    Total Reply(0) Reply
  • Hosain Ahamed ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৭ এএম says : 0
    Ma sha Allah
    Total Reply(0) Reply
  • Saiful Islam ১২ জানুয়ারি, ২০২১, ৬:৪৯ এএম says : 0
    রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাকা হে আবু হুরাইরা, এই হাদিসটি চাচ্ছি আরবিতে
    Total Reply(0) Reply
  • শিপন ২২ জুন, ২০২১, ১২:১১ এএম says : 0
    আবু হুরাইরা(রা.) শেষ তিনটা বছর খেয়ে না খেয়ে রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর দরবারে পড়ে থাকতেন। তিনি ছিলেন আহলে সুফফার একজন। মুহাজিররা যখন বাজারে ব্যস্ত থাকতেন আর আনসাররা যখন নিজেদের সম্পদের দেখাশনা করতেন, তখনও তিনি রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর সাথে লেগে থাকতেন। ফলে অনেক হাদিস যেটা তার পক্ষে শোনা সম্ভব হতো সেটা অনেকের পক্ষেই সম্ভব হতো না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন