মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কে ৯২ বছরের এক দম্পতি ২৬ মিনিটের ব্যবধানে ইন্তেকাল করেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর অনটালিয়ার ১৬ কিলোমিটার দূরে একটি পার্বত্য এলাকায় বাস করতেন রাজিয়া ইলমাজ ও আবদুর রহমান। মৃত্যুই তাদের ৭০ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটাল। বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেন রেজিয়া ইলমাজ (৯২)। শোক সইতে না পেরে স্ত্রীর ইন্তেকালর ২৬ মিনিট পর ইন্তেকাল করেন আবদুর রহমানও (৯২)। চাষাবাদ করে ওই দম্পতি তাদের ১১টি সন্তানকে ভালোভাবে লালন-পালন করে সুখে-শান্তিতেই জীবনযাপন করে গেছেন। ওই দম্পতির ৩০ জন নাতি-নাতনিও রয়েছে। তাদের জানাজায় প্রচুর লোক সমাগম হয়। গ্রামবাসী তাদের অনেক ভালোবাসতেন। জানাজা শেষে গ্রামের কবরস্তানে পাশাপাশি দাফন করা হয়। তাদের ছেলে তুরান ইলমাজ (৫৫) বলেন, একই সঙ্গে বাবা ও মাকে হারিয়ে তারা শোকাহত। সূত্র : আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।