Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ব^র্গে যেতে পারবে না বলায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

ঘটনাই ঘটল ব্রাজিলের একটি গীর্জায়। ফাদারের কথা শুনে এক মোটা মহিলা যা করলেন, তাতে অবাক হয়ে যান সেখানে উপস্থিত সকলেই। প্রতিদিন প্রার্থনার পর গীর্জায় উপস্থিত জনতার সামনে ধার্মিক ও আধ্যাত্মিক নানা উপদেশ দিয়ে থাকেন ফাদার। স¤প্রতি ব্রাজিলের সাও পাওলোয় ক্যাথলিক কমিউনিটি অফ ক্যানকাও নোভা গীর্জায় নিজের চিন্তাভাবনা তুলে ধরছিলেন ফাদার রোসি। ব্রাজিলের অত্যন্ত জনপ্রিয় ফাদার তিনি। তাই তার উপদেশ শুনতে ভিড় জমিয়েছিলেন রোমান ক্যাথলিক স¤প্রদায়ের মানুষ। জনসভায় নানা উপদেশ দেয়ার মাঝেই রোসি বলেন, স্থ’ূল নারীরা কখনও স্ব^র্গে যেতে পারবেন না। আর এতেই মেজাজ হারান সেখানে উপস্থিত এক স্থ’ূল তরুণী। ফাদারের এ কথা শুনেই সোজা মঞ্চে উঠে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন ফাদারকে। মাটিতে পড়ে যান ফাদার। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত শত শত মানুষ। পুরো ঘটনা ক্যামেরা বন্দি হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ