Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ জনের বিদ্যুৎ বিল ১২৮ কোটি রুপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

বাড়িতে ২ কিলোওয়াটের বিদ্যুতের লাইন। অথচ বিল এসেছে ১২৮ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৪৪৪ রুপি। এমন বিল দেখে ভারতের উত্তর প্রদেশের হাপুর এলাকার বাসিন্দা শামীম হতভম্ব। তিনি এ বিল নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে বার বার ধরনা দিচ্ছেন। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না। তাকে বলা হচ্ছে, আগে বিল পরিশোধ করতে হবে। তারপরই তার বিদ্যুতের লাইন সংযোগ দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। হাপুরের চামরি গ্রামে বসবাস করেন শামীম ও তার স্ত্র¿ী। এ বিষয়ে তিনি বার্তা সংস্থা কে বলেন, ভৌতিক এই বিল নিয়ে তিনি বিদ্যুত বিভাগে গিয়েছেন তাদের ভুল সংশোধন করানোর জন্য। কিন্তু তাকে পাত্তাই দেয়া হয় নি। বলা হয়েছে বিল পরিশোধ করতে। তিনি বলেন, আমার কথায় কেউ কর্ণপাতই করে নি। এখন আমি কিভাবে এত বড় অংকের বিদ্যুত বিল পরিশোধ করবো? শামীম দাবি করেন, মনে হয়, পুরো হাপুর এলাকার বিদ্যুতের বিল আমার একাউন্টে দেখিয়েছে। এ নিয়ে আমি এক স্তান থেকে আরেক স্তানে দৌড়াচ্ছি। কেউ আমার কথা শুনছে না। এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ