বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার(২১জুলাই) সকাল ১১টায় উপজেলার আগানগর ইউনিয়নের বউ বাজার ও জিনজিরা ইউনিয়নের জিনজিরা বাজারে এই অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমান আদালত ওই বাজারগুলো থেকে বিক্রি নিষিদ্ধ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও জেলি মিশ্রিত ৪০কেজি চিংড়ি মাছ জব্দ করে। জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির অভিযোগে ২ জনকে জরিমানা করা হয়েছে । দুপুরের দিকে কোনাখোলা উপজেলা পরিষদ মাঠে বিক্রি নিষিদ্ধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিন) সহকারী কমিশনার(ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সহকারী মৎস কর্মর্তা মোঃ আবু ইউসুফ ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিন) ভ’মি অফিসের নাজির মোহাম্মদ মজিরুল হক প্রমুখ। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই যে আগানগর এলাকায় ২য় বুড়িগঙ্গা সেতুর নীচে বউ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছগুলোকে রুপচাঁদা মাছ বলে বিক্রি করে আসছে। এছাড়া তারা বিক্রি নিষিদ্ধ আফ্রিকার মাগুরসহ অনেক ধরনের মাছ বিক্রি করছে যা আইনগতভাবে দন্ডনীয় অপরাধ। এই খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এসময় জেলি মিশ্রিত ৪০ কেজি ভেজাল চিংড়ি মাছসহ স্বপন বর্মন(৪০) ও রিমন হোসেন(২৪) নামে দুইজনকে হাতেনাথে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বপন বর্মনকে ৫’শ টাকা ও রিমন হোসেনকে ৩’শ টাকা জমিনা করে তাদের দুইজনকে ছেড়ে দেয়া হয়।পরে জিনজিরা বাজারের জাল পট্রি এলাকায় অভিযান চালানো হয়। এসময় কয়েকটি দোকান থেকে বিক্রি নিষিদ্ধ ৫০হাজার কারেন্ট জাল উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যাবসায়ীরা তাদের দোকান ফেলে পালিয়ে যায়। জব্দকৃত জাল জনসন্মুখে ভ্রাম্য্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটকের উপস্থিতিতে জনসন্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধবংস করা হয়। পরে জব্দকৃত ৪০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ ২টি মাদ্রাসায় বিতরন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।