Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিককে হত্যার হুমকি

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

খুলনার ডিএম রেজা সোহাগ নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে ওই ব্যক্তি গত শুক্রবার দিনগত রাতে মহানগরীর খালিশপুর থানায় জিডি করেছেন।

সাংবাদিক ডিএম রেজা সোহাগ খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তন পত্রিকার বার্তা সম্পাদক ও খুলনা ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি। জিডি সূত্রে জানা গেছে, নগরী গোয়ালখালি মোড় এলাকার নিজ বাড়ির দোতলার দুইটি কক্ষ লাবিদ মোল্লা নামে এক ব্যক্তিকে ভাড়া দেন। কিন্তু ভাড়া নিয়ে টালবাহানাসহ বিভিন্ন সমস্যার কারণে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। তিনি বাড়ি না ছেড়ে নানা অজুহাত দেখাতে থাকেন। বাড়ি ছাড়ার চূড়ান্ত নোটিশ দিলেও ভাড়াটিয়ার সঙ্গে সাংবাদিক সোহাগের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় সাংবাদিক সোহাগের বৃদ্ধ বাবা-মা আতঙ্কিত হয়ে পড়েন। পরে এ বিষয়ে স্থানীয় থানায় জিডি করেন সোহাগ। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাব্বিরুল আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ