Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে বন্যায় নিহত ১৫০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ভারতের আসাম ও বিহারে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১৫০ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ১ কোটি ২০ লাখ মানুষ। আগামী ১২ ঘণ্টায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে, নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। বন্যা অব্যাহত রয়েছে চীনেও। ঘরের বিছানায় শুয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার। ভারতের আসামের এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনডিটিভি বলছে, রাজ্য জুড়ে চলমান বন্যায় লোকালয় ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন স্থানীয় মানুষ। এই সুযোগে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ক্লান্ত বাঘটি লোকালয়ে চলে আসে। বন্যায় ঐ পার্কের অন্তত শতাধিক প্রাণী মারা গেছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে এখনো। তাই আসামের বন্যা পরিস্থিতির উন্নতি নেই। তবে, পানি খুব দ্রুত নেমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলেন, পানি ৪৫ থেকে ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, আগের তুলনায় এখন পানি কমছে। যা ১২ ঘণ্টার মধ্যে ২০ সেন্টিমিটারে নামতে পারে। একই পরিস্থিতি বিহারেও। রাজ্যটিতে বন্যায় মৃতের সংখ্যা প্রায় একশ›র কাছাকাছি। ব্যস্তচূত হয়েছেন অন্তত ৬৫ লাখ মানুষ। বন্যায় মৃত প্রত্যেককে চার লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। বিহারের কৃষিমন্ত্রী প্রেম কুমার বলেন, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কয়েক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। গৃহপালিত পশুদেরও সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ