Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ভাষণেই ২০টি মিথ্যা ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স¤প্রতি নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে দেওয়া এক ভাষণে ২০বার মিথ্যাচার করেছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, নর্থ ক্যারোলিনায় গত বুধবার ট্রাম্প যে ভাষণ দিয়েছেন তা তাঁর শাসনামলের দ্বিতীয় দীর্ঘতম বক্তৃতা। ৯০ মিনিটেরও বেশি সময় ধরে দেওয়া ওই ভাষণে ট্রাম্প মোট ২০বার মিথ্যা তথ্য দিয়েছেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়। নির্বাচিত গণপ্রতিনিধিদের মিথ্যাচার শনাক্ত করার জন্য খোলা ‘ফ্যাক্ট ফার্স্ট’ নামের একটি পেজে ট্রাম্পের মিথ্যাচার তুলে ধরে এ ব্যাপারে প্রকৃত সত্য তুলে ধরছে সিএনএন। একই ধরনের পেজ রয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টেরও। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়াদিতে ট্রাম্পের মিথ্যাচার শনাক্ত করার জন্য ‘ফ্যাক্ট চেকার’ বা সত্য শনাক্তকরণ নামের ওই পেজে ট্রাম্পের মিথ্যাচার তুলে ধরে এ ব্যাপারে প্রকৃত সত্য তুলে ধরছে দৈনিকটি। ওয়াশিংটন পোস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদিনের বক্তব্য বিশ্লেষণ করে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রতি ২৪ ঘণ্টায় আটটি করে মিথ্যা কথা বলেন। গণমাধ্যম পার্স টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মিথ্যাচার বিশ্লেষণ করে পর্যবেক্ষকরা বলছেন, আগামী বছর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের ব্যাপারে মারাত্মক উদ্বেগের কারণেই ট্রাম্প একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। ট্রাম্পের উল্টাপাল্টা ও অপ্রাসঙ্গিক কথাবার্তা, মিথ্যাচার ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের কারণে অনেক মার্কিন রাজনীতিবিদ বলছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না। সিএনএন।



 

Show all comments
  • Habib Chowdhury ২১ জুলাই, ২০১৯, ১:৩৪ এএম says : 0
    উনাকে বাংলাদেশে স্বাগতম! কারণ আমরা মিথ্যার কল্পনা রাজ্যে বাস করি। কখনও সুইজারল্যান্ড কখনও লসএজেলেন্স মনে হয়।
    Total Reply(0) Reply
  • Simon Biswas Simu ২১ জুলাই, ২০১৯, ১:৩৪ এএম says : 0
    মিথ্যাবাদী তো মিথ্যাবাদীর কথাই শুনবে, যেমন চোর চোরকে চেনে। প্রিয়া শাহার সমস্ত তথ্য মিথ্যা ও বানোয়াট। প্রিয়া সাহাকে কেউর থুথু ও ধিক্কার দিতে দিতেও ইচ্ছা করবে না। কারণ তার এই মিথ্যা কথার থেকে থুথুরও অনেক দাম আছে। আমেরিকার মত একটা দেশে সে মিথ্যা কথা বলে পারপেয়ে যাবে এটা হতে পারে না। এই মিথ্যা বাদি পরিবারের কোন সদ্যসা যেন কোন দেশে বসবাস করতে না পারে তার ব্যবস্থা করা হউক। কার পক্ষে এতবড় সরযন্ত্র ও মিথ্যা কথা বলেছে এটা খতিয়ে দেখা দরকার। যে বা যারাই দেশ নিয়ে এধরনের সরযন্ত্র করবে এবং অপপ্রোচার করবে তাদের দেশ থেকে বহিস্কার করা হউক। এবং দেশদ্রহীর মামলা করা হউক। যারা দেশ সরযন্ত্রকারী এবং যারা জঙ্গী তাদের কোন ধর্ম নাই, জাত নাই তাদের সামাজীব ভাবে প্রতিহত করা হইক।
    Total Reply(0) Reply
  • Sabina Yasmin ২১ জুলাই, ২০১৯, ১:৩৫ এএম says : 0
    তারমধ্যে একটি মিথ্যা হলো : হার্টের কাছে কিডনি থাকে!
    Total Reply(0) Reply
  • Janggut Job ২১ জুলাই, ২০১৯, ১:৩৫ এএম says : 0
    বাংলাদেশের নেতাদের তুলনাই এটা কোন মিথ্যাই না
    Total Reply(0) Reply
  • Sohel Rana ২১ জুলাই, ২০১৯, ১:৩৫ এএম says : 0
    উগান্ডার প্রধান মন্ত্রী যে মিথ্যা বলে এইটা ও একটূ বলেন
    Total Reply(0) Reply
  • Shamim Sarowar ২১ জুলাই, ২০১৯, ১:৩৫ এএম says : 0
    একটা দেশের প্রধানকে দেখে বুঝা যায় রাষ্ট্রের অবস্থা কোন পর্যায়ে আছে
    Total Reply(0) Reply
  • Afzalur ২১ জুলাই, ২০১৯, ৫:২৮ এএম says : 0
    Donal trump think only I have one head all using coconuts hahaha Us president
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ