মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে স্বাধীনতাকামীদের হামলায় পিডিপি নেতা সাজ্জাদ মুফতির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ফারুক আহমেদ মীর নিহত হয়েছেন। এক বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন। নিহত নিরাপত্তারক্ষীর কাছ থেকে স্বাধীনতাকামীরা স্বয়ংক্রিয় একে-৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে গেছে। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহরা এলাকার একটি মসজিদে পিডিপি নেতা সাজ্জাদ মুফতি যখন জুমা নামাজ পড়তে গিয়েছিলেন ওই নিরাপত্তারক্ষী মসজিদের বাইরে প্রহরারত ছিলেন। এসময় তিনি হামলার শিকার হন। হামলার পর স্বাধীনতাকামীরা অবশ্য নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করতে সমর্থ হয়। ওই ঘটনার পরে দিরপুরা খিরাম এলাকার বাসিন্দা ফারুক আহমেদ নামে গুলিবিদ্ধ নিরাপত্তারক্ষীকে বিজবেহারার উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের সুপার বলেন, নিহত ব্যক্তি বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ওই ঘটনার খবর পেয়েই ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সমন্বিত যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ এখনও পর্যন্ত নিরাপত্তারক্ষী হত্যার ঘটনার কিনারা করতে পারেনি। কে বা কোন সংগঠন ওই ঘটনায় জড়িত সে সম্পর্কেও কোনও নিশ্চিত তথ্য পুলিশের হাতে পৌঁছায়নি। রাজ্যটিতে এর আগে বাড়িতে ছুটি কাটাতে আসা পুলিশ ও নিরাপত্তাকর্মীদের অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।