Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধা গ্লাস শেষ হলে আরো আধা গ্লাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

আগে আধ গ্লাস পানি খেয়ে শেষ করার পর প্রয়োজন হলে আরো আধ গ্লাস দেয়া হবে। পানি বাঁচাতে নতুন নিয়ম চালু হয়েছে উত্তরপ্রদেশে। যোগি আদিত্যনাথ সরকারের বিধানসভায় এবার থেকে পানি পান করতে চাইলে এভাবেই করতে হবে। পানির অপচয় রোধে অভিনব সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। শুক্রবার উত্তরপ্রদেশের বিধানসভায় এই পদক্ষেপের কথা ঘোষণা করেন স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিত। তিনি বলেন, পানি নষ্ট করা বন্ধ করতেই এই ভাবনা। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরো এক গ্লাস পানি খেয়ে শেষ করেন না অনেকে। তাই এবার থেকে প্রথমে আধ গ্লাস পানি দেয়া হবে। সরকারের এই সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানিয়েছেন নেতা-মন্ত্রীরা। উত্তরপ্রদেশ বিধানসভার এক সচিবের মতে, এতে পানি অপচয় যেমন কমবে, তেমনই বৃদ্ধি পাবে সচেতনতা। বিধানসভায় এই নীতি চালু হলে এ বিষয়ে সচেতনতার প্রসার হবে রাজ্যে। বিন্দু বিন্দুতেই সিন্ধু, মনে করছে উত্তরপ্রদেশ সরকার। নীতি আয়োগের এক রিপোর্ট অনুযায়ী ২০৩০ সাল নাগাদ ভারতে পানির সঙ্কট বড় আকার ধারণ করবে। সেদিকে নজর রেখে পানীয় জলের অপচয় এখন থেকেই কম করতে চাইছে সরকার। এনডিটিভি।



 

Show all comments
  • মোঃ আব্দুল গাফফার ২১ জুলাই, ২০১৯, ১০:৫৩ এএম says : 0
    আল্লাহর গজব শুরু হয়ে গেলে তার রদ করার ক্ষমতা কারো নেই। সুতরাং যারা জুলুম করছ অথচ আল্লাহর গজবে এখনো গ্রেফতার হওনাই তারা সাবধান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ