মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের রাষ্ট্র ক্ষমতায় সব চেয়ে বেশি দিন ধরে থাকার রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে সব চেয়ে বেশি ৪ হাজার ৮৭৫ দিন ক্ষমতায় থাকার রেকর্ড ছিল ইহুদিদের জাতির জনক হিসেবে পরিচিত ডেবিট বেন গরিয়নের। খবর বিবিসির। একদিন বেশি ক্ষমতায় থেকে নেতানিয়াহু শুক্রবার তাকে ছাড়িয়ে যান। এ বছরের শুরুর দিকে সংসদ নির্বাচনে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন নেতানিয়াহু। যদিও বেশ কিছুদিন ধরে তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে পদত্যাগ করে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে আসছেন দেশটির নাগরিকরা। অপরদিকে, গাজায় শুক্রবার ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৭ জন আহত হয়েছেন। গাজাবাসীদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের ভুখন্ড ছেড়ে দেয়ার দাবিতে ইসরাইলি সীমান্তের কাছে ওই বিক্ষোভ মিছিল করা হয়। খবর ডেইলি সাবাহর। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্র জানায়, ইসরাইলি হামলায় আহত আহদের মধ্য ৪৭ জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে দুজন চিকিৎসক ও দুজন সাংবাদিকও রয়েছেন। ২০১৮ সালের ৩০ এপ্রিল থেকে প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে নিজেদের ভূমি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন ফিলিস্তিনিরা। গত শুক্রবার ছিল এ আন্দোলনের ৬৭তম সপ্তাহ। এ পর্যন্ত এ আন্দোলনে অংশ নেয়া কমপক্ষে ২৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। বিবিসি, ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।