Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মানুষ, গাছ. প্রাণী সব ভূমিকায় অভিনয়ের স্বাধীনতা চান স্কারলেট জোহান্সন

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

অভিনেত্রী স্কারলেট জোহান্সন মনে করেন শোবিজে যা গ্রহণযোগ্য শিল্পীদের দিয়ে তাই করান হয়, তিনি মনে করেন শিল্পীদের যে কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়া দরকার। গত বছর ‘রাব অ্যান্ড টাগ’ চলচ্চিত্রে একজন পুরুষ হিজড়ার ভূমিকায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তিনি মনে করেন শিল্পকে বিধিনিষেধ দিয়ে সীমিত করা উচিত নয়। “জানেন তো, একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে একজন মানুষ, যেকোনো গাছ, বা যে কোনো প্রাণীর ভূমিকায় অভিনয় করতে পারতে হবে, কারণ এটাই হল আমার কাজ এবং কাজের যোগ্যতা। আমি অনুভব করি আমার পেশায় গ্রহণযোগ্যতা একধরণের চলে পরিণত হয়েছে এবং বিবিধ সামাজিক কারণে এমন হয়েছে, শিল্পকে প্রভাবিত করলে কখনও কখনও তা অস্বস্তিকর মনে হয়, আমার অনুভব শিল্প বিধিনিষেধ থেকে মুক্ত থাকবে,” ইফ সাময়িকীকে স্কারলেট বলেন। তিনি আরও বলেন, “সবাইকে তাদের অনুভূতি প্রকাশের স্বাধীনতা দেয়া হলে সমাজ আরও যুক্ত থাকত।” রুপার্ট স্যান্ডার্সের ‘রাব অ্যান্ড টাগ’-এ তিনি ডান্তে টেক্স গিল নামে এক সত্যিকারের গ্যাংস্টার ও ম্যাসাজ পার্লার মালিকের ভূমিকায় অভিনয় করে এলজিবিটি সমাজের (সমকামী ও হিজড়াদের সংগঠন) কোপে পড়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ