Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার্তদের খাবার নিশ্চিত করতে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ -নওগাঁয় খাদ্যমন্ত্রী

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ৬:২৫ পিএম

বন্যাদুর্গত এলাকার কোন মানুষকে যাতে এক বেলাও না খেয়ে থাকতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে জেলা ও উপজেলা কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

শনিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিলের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে এসব কথাগুলো বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বন্যা মোকাবেলায় ত্রাণ সহায়তার কোন অভাব নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থানে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যা দুর্গত এলাকায় দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হচ্ছে। ত্রাণ সামগ্রী গুলো সুষ্ঠুভাবে বিতরনের জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।

বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসনেও সরকারী ভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ