Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়া সাহার বক্তব্য ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য, পিরোজপুরের হিন্দু সম্প্রদায়ের ভিতরে ক্ষোভ

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:২২ পিএম | আপডেট : ১২:৫৫ পিএম, ২০ জুলাই, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের পিছনে প্রিয়া সাহা ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থ অর্জনের চেষ্টায় রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে তার নিজ বাড়ি পিরোজপুরের নাজিরপুরের বিভিন্ন মহলের সাথে কথা বলে।

‘শারি’ নামে বাংলাদেশের দলিত সম্প্রদায় নিয়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক হলেন প্রিয়া সাহা ওরফে প্রিয় বালা বিশ্বাস। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত ‘দলিত কন্ঠ’ নামক একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক।

প্রিয়া সাহা ওরফে প্রিয় বালা বিশ্বাস (৫৪) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চরবানিয়ারী গ্রামের মৃত নগেন্দ্র নাথ বিশ^াসের মেয়ে। তার শ্বশুর বাড়ি যশোর জেলায়। প্রিয়ার স্বামী মলয় কুমার সাহা দুদকের সদর দফতরে সহকারি উপ-পরিচালক পদে কমর্রত রয়েছেন। তাদের বর্তমান ঠিকানা বাসা-৪৩,এএনজেড এ্যাম্বোসিয়া, ফ্লাট-বি/২, রোড-৪/এ, ধানমন্ডি,ঢাকা। তার দুই মেয়ে প্রজ্ঞা পারমিতা সাহা ও ঐশ্বর্য ল²ী সাহা যুক্তরাষ্ট্রে পড়াশুনা করেন।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন জানান, চলতি বছরের শুরুতে চরবানিয়ারীতে প্রিয়া সাহার ভাই জগদীশ চন্দ্র বিশ্বাসের একটি অব্যবহৃত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রিয়া সাহা তার নিজ স্বার্থ হাসিলের জন্য নাজিরপুর উপজেলার চরবানিয়ারি গ্রামে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেড় ধরে স্থানীয় অনেক কয়েক জন হিন্দু সম্প্রদায়ের লোক জনকে হয়রানি করে আসছে। যে ঘটনাকে মিথ্যা ভাবে সাজিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করেছেন, তা মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে এ ঘটনায় স্থানীয় কয়েকজন নিরিহী হিন্দু সম্প্রদায়ের লোককে তিনি আসামী করে হয়রানি করছে।
স্থানীয়রা আরো জানান, প্রিয়া সাহার দুই মেয়ে যুক্তরাষ্ট্রে পড়াশুনা করার করনে তাদের গ্রিনকার্ড পাইয়ে দেয়া ও নিজেকে ঐ দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আশাই প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে এ সব ভিত্তিহীন অভিযোগ করছেন।স্থানীয় মুসলাম-হিন্দুদের শান্তিপূর্ণ সহবস্থানকে নষ্ট করার জন্যই উদ্দেশ্য প্রনোদিত ভাবে তিনি এ সব মিথ্যা কথা বলেছেন।

নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার জানান, নাজিরপুরে কোন সংখ্যালঘু নির্যাতন বা গুমের ঘটনা নেই। প্রিয়া সাহার বক্তব্য নিজ স্¦ার্থ হাসিলের জন্য ও উষ্কানিমূলক।

পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, প্রিয়া বালার অভিযোগের বিষয়ে কোন ঘটনা পিরোজপুর জেলার কোথাও ঘটেনি। পিরোজপুরের পুলিশ প্রশাসন সাম্প্রদায়িক যে কোন বিষয়ে সব সময়ই গুরুত্বের সাথে নিয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহন করেন। নাজিরপুর উপজেলায় বা পিরোজপুরের কোথায় কোন সংখ্যালঘু সম্প্রদায়েরর লোক গুম নেই। দেশের বাহিরে গিয়ে যে কোন নাগরিককের উচিত দেশের বিষয়ে ভেবে-চিন্তে কথা বলা।

বর্তমানে পিরোজপুরে অবস্থানরত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন,
বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখানে কেউ ধর্মীয় বিবেচনায় নির্যাতনের শিকার হন না। পিরোজপুরের নাজিরপুর উপজেলার মুসলাম-হিন্দুদের শান্তিপূর্ণ সহবস্থান অনন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। নাজিরপুরের একটি হিন্দু বা অন্য কোন ধর্ম সম্প্রদায়েরর লোক গুম বা নিখোঁজ হয়নি। প্রিয়া বালার বক্তব্য অসৎ উদ্দেশ্য প্রনোদিত এবং সাম্প্রদায়িক সম্পর্ক নষ্টের উষ্কানিমূলক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।



 

Show all comments
  • Miah Muhammad Adel ২০ জুলাই, ২০১৯, ১:২৩ পিএম says : 0
    She should be seriously punished for committing this great blunder. Well, government has put her husband in a high position. Much cannot be expected to punish her.
    Total Reply(0) Reply
  • Miah Muhammad Adel ২০ জুলাই, ২০১৯, ১:২৬ পিএম says : 0
    Was she the government choice to represent Bangladesh?
    Total Reply(0) Reply
  • ইয়াছিন উর-রহমান ২০ জুলাই, ২০১৯, ১:৪৭ পিএম says : 0
    সে দেশে আসলে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করে সত্য উদঘাটন করা হউক।
    Total Reply(0) Reply
  • রাকিব ২০ জুলাই, ২০১৯, ২:৪৪ পিএম says : 0
    আমাদের দেশের বেশিভাগ হিন্দুরা বাংলাদেশকে কখনওই তাদের দেশ হিসেবে মানে না,বর্তমানকালে চাকুরীতে সবচেয়ে বেশি সুবিধা তাদের এবং কি অর্জিত অর্থ সম্পদ জমা রাখে পাশের দেশে,এদের কথা ও কাজের মধ্যে বিশাল ফারাক,আমার বিশেষ অনুরোধ সরকারের কাছে,বাংলাদেশ থেকে যেন কোন অর্থ পাশের দেশে পাচার হতে না পারে।
    Total Reply(0) Reply
  • রাকিব ২০ জুলাই, ২০১৯, ২:৪৫ পিএম says : 0
    আমাদের দেশের বেশিভাগ হিন্দুরা বাংলাদেশকে কখনওই তাদের দেশ হিসেবে মানে না,বর্তমানকালে চাকুরীতে সবচেয়ে বেশি সুবিধা তাদের এবং কি অর্জিত অর্থ সম্পদ জমা রাখে পাশের দেশে,এদের কথা ও কাজের মধ্যে বিশাল ফারাক,আমার বিশেষ অনুরোধ সরকারের কাছে,বাংলাদেশ থেকে যেন কোন অর্থ পাশের দেশে পাচার হতে না পারে।
    Total Reply(0) Reply
  • Azizul Hoque ২০ জুলাই, ২০১৯, ২:৫১ পিএম says : 0
    This type of complain to the Head of the other govt sply president of USA who is the highest powerful person of the world I think this a conspiracy against govt as well as our beloved country.so as soon as her arrival she should be custody for interrogation.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিরোজপুর

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ