Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসসির হল অব ফেমে টেন্ডুলকার-ডোনাল্ড-ক্যাথরিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম


সাবেক ভারতীয় অধিনায়ক শচীন টেন্ডুলকার ও দক্ষিন আফ্রিকার সাবেক পেসার অ্যালেন ডোনাল্ড এবং সাবেক অস্ট্রেলিয়ার নারী ফাস্ট বোলার ক্যাথরিন ফিটজাপট্রিককে আইসিসির নতুন হল অব ফেমে জায়গা দেওয়া হয়েছে। এই তিনজনকে গত বৃহস্পতিবার লন্ডনে একটি অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটারকে এই তালিকায় প্রবেশ করতে হলে নূন্যতম পাঁচ বছর আগে ক্রিকেট থেকে বিদায় নিতে হয়। ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন নভেম্বর ২০১৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। হল অব ফেমের এলিট লিষ্টে তিনি ষষ্ঠ ভারতীয় হিসেবে জায়গা করে নেন। তার আগে সুনিল গাভাস্কার, বিশান সিং বেদি, কপির দেব, অনিল কুম্বলে এবং রাহুল দ্রাবিড় এই ক্লাবে প্রবেশ করেন।

ক্রিকেট বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে ২০০ টেষ্ট ম্যাচে খেলেছেন শচীন। ক্রিকেটের বড় সংস্করণে রেকর্ড ১৫৯২১ রান আছে তার নামের পাশে। এছাড়া একদিনের আন্তর্জাতিক ম্যাচেও রেকর্ড ১৮৪২৬ রানের মালিক এই লিটল মাস্টার। ২০১১ বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে একশটি সেঞ্চুরির মালিক, ৫১টি টেষ্টে ও ৪৯টি ওয়ানডেতে।

বিরল এ অর্জণের পর শচীন জানিয়েছেন তার অনুভূতি, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দেওয়া আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্তিটা বিরাট সম্মানের। এই সম্মানপ্রাপকরা খেলার বৃদ্ধি ও জনপ্রিয়তা বাড়াতে নিজেদের অবদান রেখেছেন। সামান্য কিছু করতে পেরে আমিও খুশি।’

দক্ষিন আফিকার কিংবদন্তী পেসার অ্যালান ডোনাল্ড ২০০৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। প্রাটিয়া ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম টেষ্টে ৩০০ উইকেট ও ওয়ানডেতে ২০০ উইকেট লাভ করেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬০২ উইকেট দিয়ে তিনি ক্রিকেটের ইতি টানেন।
‘বড় ধাক্কা লাগবে যখন আপনি এমন ইমেইল খুলে দেখবেন যে সেখানে বলা হচ্ছে- অভিনন্দন অ্যালান ডোনাল্ড, আপনি আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অভিষিক্ত হয়েছেন। এমন তথ্য ধাক্কা দেওয়ার মতো, কারণ এটা সম্মানজনক একটা পুরস্কার এবং এটাকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। এই বিশাল সম্মানের জন্য আইসিসিকে ধন্যবাদ জানাই।’-নিজের অনুভূতি এভাবেই ব্যক্ত করেছেন ডোনাল্ড।
ক্রিকেট ইতিহাসে অষ্টম নারী হিসেবে একই সম্মানে ভূষিত হয়েছেন ক্যাথরিন। ১৬ বছরের অন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮০ ওয়ানডে উইকেট আছে তার ঝুলিতে। অজি নারী দলের ১৯৯৭ ও ২০০৫ বিশ্বকাপ জয়ে দারুণ অবদান রাখেন এই ক্রিকেটার। মে ২০১২ থেকে মে ২০১৫ সাল পর্যন্ত অজি দলের কোচ হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় অস্ট্রেলিয়া নারী দল একটি ওয়ানডে বিশ্বকাপ ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে।

নিজের অনুভূতি প্রকাশে ক্যাথরিন বলেন, ‘এই পুরস্কার অর্জন বিশাল সম্মানের। ইতিপূর্বে যারা এই গৌরবের অংশিদার হয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন ম্যাচের মোড় পরিবর্তনকারী এবং তারা যথেষ্ঠ মেধাবি ছিলেন। তার খেলায় অংশ নিতেন এবং তা নিজেদের মতো করে পরিবর্তন করতেন।’

হল অফ ফেমে নাম লেখানো তিনজন ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছে আইসিসি। শচীন, ডোনাল্ড ও ফিটজাপট্রিককে দুর্দান্ত ক্রিকেটারও আখ্য দিয়েছে সংস্থাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ