মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্ককে এফ-৩৫ জঙ্গি বিমান না দেয়ার ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আঙ্কারা। রাশিয়ার কাছ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কারণে তুরস্ককে এফ-৩৫ বিমান না দেয়ার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু এর জবাবে কঠিন হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। দেশটি জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত একপেশে ও এর ফলে তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের যে ক্ষতি হবে তা অপূরণীয়। বুধবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি বার্তা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সরকারের সিদ্ধান্ত না জোটের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ, না বৈধ যুক্তির ওপর প্রতিষ্ঠিত। এফ-৩৫ কর্মসূচি থেকে তুরস্ককে সরিয়ে দেয়া খুবই অন্যায়। যুক্তরাষ্ট্রকে এ ভুল সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহŸান জানিয়েছে আঙ্কারা। উল্লেখ্য, তুরস্ক হচ্ছে এফ-৩৫ জঙ্গি বিমান নির্মাণ কর্মসূচির অন্যতম অংশীদার। দেশটি ১০০টি বিমান কিনবে বলে এ কর্মসূচিতে বিরাট অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। কিন্তু সম্প্রতি রাশিয়া থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর এ কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেয়ার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।