Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম কংগ্রেস সদস্যকে কটাক্ষ করে ট্রাম্পের মিছিলে স্লোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা মিছিলে মুসলিম ও সোমালিয়া বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরকে উদ্দেশ্য করে ‘ফেরত পাঠাও’ স্লোগান উঠেছে। তবে এই স্লোগানে সায় দেননি ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ব্যাপারটায় খুশি নই। আমি দ্বিমত পোষণ করছি।’ সম্প্রতি ধারাবাহিক তিনটি টুইট পোস্ট করে কংগ্রেসের চার নারী ডেমোক্র্যাট সদস্যকে কটাক্ষ করেন ট্রাম্প। তাদের উদ্দেশ্য করে ট্রাম্প লেখেন, কংগ্রেসের নারী প্রগতিশীল সদস্যরা মূলত যেসব দেশ থেকে এসেছেন সেসব দেশের সরকারগুলোই চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে, সেগুলোই সবচেয়ে খারাপ, সবচেয়ে দুর্নীতিবাজ আর সবচেয়ে নিষ্ক্রিয়। আর তারাই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর মহান দেশ যুক্তরাষ্ট্র কিভাবে চলবে তার পরামর্শ দিচ্ছে। এসব ডেমোক্র্যাট সদস্যদের ‘নিজ দেশে’ ফিরে গিয়ে সেসব ঠিক করতে সাহায্য করার পরামর্শ দেন ট্রাম্প। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। অনেক রিপাবলিকানও এই বিষয়ে ট্রাম্পের সমালোচনা করেন। নর্থ ক্যারলিনায় অনুষ্ঠিত মিছিলে স্লোগান নিয়ে ট্রাম্প বলেন, স্লোগানটি অনেক বড় ছিলো। কিন্তু আমার ভালো লাগেনি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি খুব দ্রুতই কথা বলেছি এবং এই স্লোগানটিও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ