মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার রাজনীতিতে নাম লিখিয়েছেন বাংলা চলচ্চিত্রের ১১ অভিনয় শিল্পী। কলকাতা থেকে তারা নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে গিয়ে পতাকা তুলে নেন। তবে কবে এ অনুষ্ঠান হয়েছে তা খবরে উল্লেখ করা হয়নি। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, তারকাদের হাতে পতাকা তুলে দেয়ার সময় বিজেপির দিলীপ ঘোষ, মুকুল রায় উপস্থিত ছিলেন। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র অভিনেতাদের দলে স্বাগত জানানোর কথা ঘোষণা দেন। বিজেপিতে যারা যোগ দিয়েছেন তারা পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয় মুখ। তারা হলেন, পার্নো মিত্র, ঋষি কৌশিক, অরিন্দম হালদার, কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, দেবরঞ্জন নাগ এবং রূপা ভট্টাচার্য। তারকাদের দলে নেয়ার বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি গণমাধ্যমকে বলেন, টলিউডে তৃণমূল যে অত্যাচার চালাচ্ছে, তার বিরোধিতা করা এদের বিজেপিতে যোগদানের অন্যতম কারণ। যারা এ দিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। জিনিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।