Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে যুক্তরাজ্যে অভিযান শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

জোর করে বিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে বড় ধরনের অভিযান শুরু করেছে ব্রিটিশ পুলিশ। এ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন লাইমলাইট। এর আওতায় যুক্তরাজ্যের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি চলাকালীন দেশের বিমানবন্দরগুলোতে চালানো হবে নজরদারি। যুক্তরাজ্য থেকে বিভিন্ন দেশের ফ্লাইটগুলোতে নজর রাখা হবে। সন্দেহজনক অভিভাবকদের শনাক্ত করার চেষ্টা করা হবে। যুক্তরাজ্যের সরকারি হিসাবে, ছুটিকালীন ভ্রমণের জন্য দ্বিতীয় শীর্ষ পছন্দের জায়গা হেলা বাংলাদেশ। প্রথম স্থানে রয়েছে পাকিস্তান। এছাড়া ভারতসহ জোরপূর্বক বিয়ে দেওয়ার উচ্চ প্রবণতাসম্পন্ন আরও কয়েকটি দেশ এ তালিকায় রয়েছে। ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য যুক্তরাজ্যের স্কুল শিক্ষার্থীদেরকে জোর করে এসব দেশে নিয়ে যাওয়ার আশঙ্কা করা হয়ে থাকে। যুক্তরাজ্যের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, ক্রাইম অ্যান্ড পুলিশিং অ্যাক্ট ২০১৪ এর আওতায় জোরপূর্বক বিয়েকে সুনির্দিষ্ট করে অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। গত বছর এক ব্রিটিশ-বাংলাদেশি দম্পতি তাদের কিশোরীকে মেয়েকে কৌশলে বাংলাদেশে নিয়ে আসেন। জোর করে এক আত্মীয়ের সঙ্গে তার বিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন তারা। এ অপরাধে ওই দম্পতিকে আট বছরের কারাদন্ড দেয় যুক্তরাজ্যের আদালত। জোরপূর্বক বিয়ে দেওয়ার ঘটনায় কাউকে সাজা দেওয়ার দৃষ্টান্ত যুক্তরাজ্যে এটাই প্রথম। এবার এ ধরনের জোরপূর্বক বিয়ে ঠেকাতে অভিযান শুরু হয়েছে যুক্তরাজ্যে। সেদেশের ন্যাশনাল পুলিশ চিফ’স কাউন্সিল (এনপিসিসি) জানিয়েছে, এ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন কৌশল অনুসরণ করা হবে। জোরপূর্বক বিয়ে দেওয়ার প্রচেষ্টাকারীদের শনাক্ত করতে বিমানবন্দর ও এয়ারলাইন্স কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সন্দেহমূলক কর্মকান্ড চোখে পড়লে তা পুলিশকে জানানোর জন্য তাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করা
হবে। গার্ডিয়ান, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ