Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ সীমায় অস্ত্র মোতায়েনের আহ্বান

পরমাণু সমঝোতা বাঁচাতে পুতিন-ম্যাখোঁ একমত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

বাইরে না গিয়ে শুধুমাত্র নিজের সীমানার মধ্যেই পরমাণু অস্ত্র মোতায়েন করতে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে রাশিয়া। তুরস্কসহ ইউরোপের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র মোতায়েন করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট অনিচ্ছাকৃতভাবে এ তথ্য ফাঁস করার একদিন পর মস্কো ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানালো। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-সহ ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ জানিয়েছেন, রাশিয়া শুধুমাত্র তার নিজের সীমানার ভিতরে পরমাণু অস্ত্র মোতায়েন করেছে। তাই আমেরিকা ও ন্যাটোকেও একই রকম পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। এর আগে অবশ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স¤প্রতি ন্যাটো জোট একটি নথি প্রকাশ করেছিল এবং তাৎক্ষণিকভাবে তা মুছে ফেলেছে যাতে বলা হয়েছিল, আমেরিকা তার কৌশলগত কারণে ১৫০টি পরমাণু অস্ত্র বেলজিয়াম, জার্মানি, ইতালি, হল্যান্ড ও তুরস্কে মোতায়েন করেছে। অপরদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ভূমিকা ব্যাপক। ফলে এ সমঝোতাকে রক্ষা করতে হবে। বৃহস্পতিবার দুই নেতা টেলিফোন সংলাপে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেন। পরে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, দুপক্ষই এ সমঝোতাকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করা ও পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে উল্লেখ করে। এ সমঝোতা টিকিয়ে রাখার জন্য রাশিয়া ও ফ্রান্স তাদের প্রচেষ্টা জোরদার করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ২০১৫ সালে সই হওয়া এ সমঝোতার একদিকে ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরান; অন্যদিকে ছিল আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। কিন্তু গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যান। এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পরমাণু সমঝোতার বিষয়ে অবস্থান পরিষ্কার করার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ আহ্বান জানান। এদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা (জেসিপিওএ) টিকিয়ে রাখার জন্য সব পথ খোলা রেখেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে বৃহস্পতিবার টেলিফোন আলাপে তিনি এ কথা বলেন। এ সময় পরমাণু সমঝোতা রক্ষায় ফ্রান্সের প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রুহানি। রয়টার্স, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ