Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ‘বর্ণবাদী’ মন্তব্যের সমালোচনায় ম্যার্কেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ৭:৫৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বর্ণবাদী মন্তব্য থেকে নিজেকে দূরে রাখার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ ডেমোক্র্যাট কংগ্রেসউইমেন নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনাও করেন ম্যার্কেল৷ বার্লিনে গ্রীষ্মকালীন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন৷

ম্যার্কেলের মতে, ট্রাম্পের ওই মন্তব্য অ্যামেরিকার মূল্যবোধের পরিপন্থী৷ একইসঙ্গে তিনি বলেছেন, ‘যে নারীদের কটাক্ষ করে ট্রাম্প মন্তব্য করেছেন, তাদের প্রতি সংহতি জানাচ্ছি৷’

বিভিন্ন জাতিগোষ্ঠীর অবদান এবং ত্যাগের মধ্য দিয়েই আমেরিকা তার শক্তি অর্জন করেছে বলেও জানান জার্মান চ্যান্সেলর৷ কিন্তু দেশটির প্রেসিডেন্টের বক্তব্য দেশটির শক্তিমত্তারও পরিপন্থী৷

এর মধ্য দিয়ে, ট্রাম্পের সমালোচনায় বিশ্বের অন্য নেতাদের সঙ্গে কণ্ঠ মেলালেন জার্মান চ্যান্সেলর৷ কদিন আগে, ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসউইমেনদের উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট ট্যুইটারে লিখেছেন, যেখান থেকে তারা এসেছেন, সেখানে যেন তাঁরা ফিরে যান৷ এমনকি, সেখানকার সমস্যা সমাধানের পরামর্শও দিয়েছেন ট্রাম্প৷

কংগ্রেসউইমেনদের সবার জন্ম যুক্তরাষ্ট্রে হওয়ার পরেও ট্রাম্পের এমন বক্তব্যকে বর্ণবাদী আচরণ হিসেবে দেখা হচ্ছে৷ যদিও এমন অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেছেন, তার শরীরে বর্ণবাদের কোনো হাড় নেই৷

সংবাদ সম্মেলনে উঠে আসে আঙ্গেলা ম্যার্কেলের স্বাস্থ্য প্রসঙ্গটি৷ বিগত কিছু দিনের মধ্যে ম্যার্কেলকে তিনবার কাঁপতে দেখা গেছে৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি আমার শারীরিক অবস্থা নিয়ে জানতে চান, আমি কিন্তু উত্তর দিয়েছি৷’ তিনি বলেন, ‘সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনে আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ৷ এখন আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা যদি একটা মুহূর্তের জন্যও আমাকে বুঝে থাকেন, তাহলে আমি আমার কাজটি করতে পারবো৷’

কদিন আগে ৬৫ পুরো করা ম্যার্কেল বলেন, ‘২০২১ সালে রাজনৈতিক জীবনের সমাপ্তি টানবো৷ কিন্তু আমি তখনো সুস্থ থাকতে চাই, সুস্থভাবে চলতে চাই৷’ সূত্র: ডয়েচ ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ