Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ট্রাক চাপায় শিশু নিহত, ট্রাক ও চালক আটক

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ২:৫৬ পিএম

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর ব্র্যাক সেন্টারের সামনে ট্রাক চাপ শিশু মো. শিমুল গাজী( ৪) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাক চালক মো. ফরিদ মোল্যাকে আটক করেছে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ।
নিহত শিশু শিমুল সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের মো. সেলিম গাজীর ছেলে।
জানা গেছে, আহলাদীপুর ব্র্যাক সেন্টারের সামনে অবস্থানরত রাজবাড়ীর বাণিজ্য মেলার লাটারি কুপনের অটো রিক্সা থেকে কুপন কেনার জন্য রাস্তার পাড় হচ্ছিলো শিমুল। এসময় ফরিদপুর থেকে রাজবাড়ী গামী দ্রুতগতির ট্রাকটি শিমুলকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনা স্থলে শিশু শিমুল গুরুত্বর আহত হলে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ট্রাক চালক ও ট্রাকটি আটক করে।
ট্রাক চালক মো. ফরিদ মোল্যা ফরিদপুর জেলার কোতুয়ালী থানার গোয়ালদিয়া গ্রামের মৃত লোকমান মোল্যার ছেলে।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ ভুইয়া জানান, এ ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঢাকা (মেট্টো-ট-১৩-১৭৭২ ) ঘাতক ট্রাকটি ও ট্রাক চালক মো. ফরিদ মোল্যাকে আটক করেছে। এ ব্যাপারে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজবাড়ীতে ট্রাক চাপায় শিশু নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ