রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা নিয়ে সংঘর্ষের জের ধরে আদালতে মামলা করায় বাদীকে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষ। কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মাঝবাড়ী গ্রামের ছবেদ তালুকদারের ছেলে শাহিন তালুকদারের সাথে একই গ্রামের কামাল তালুকদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ৬ ফ্রেরুয়ারী উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এ ঘটনায় শাহিন তালুকদার বাদী হয়ে গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কামাল তালুকদারসহ ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। এই মামলা তুলে নিতে মামলার ১নং আসামী জাহাঙ্গীর দাড়িয়ার ভাই চাঁন মিয়া দাড়িয়া শাহিন তালুকদারকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। শাহিন তালুকদার বলেন, চাঁন মিয়া দাড়িয়া আমাকে মামলা তুলে নিতে বলেছে। তা না হলে আমাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে। এ ঘটনায় আমি কোটালীপাড়া থানায় একটি জিডি করেছি। যার নং ১০১৪, তারিখ ২৫/০৫/২০১৬। তাদের হুমকির ভয়ে আমি এখন ঘর থেকে বের হতে পারছি না। চাঁন মিয়া দাড়িয়া হুমকি প্রদানের কথা অস্বীকার করে বলেন, আমি শাহিনকে কোন প্রকার হত্যার হুমকি দেইনি। সে মিথ্যা অভিযোগ করেছে। শাহিনের জিডির তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এস আই মাহবুব রহমান বলেন, শাহিনের জিডি পেয়েছি। তদন্ত চলছে। তদন্তে চাঁন মিয়া দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।