Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু হবে : নোমান

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আন্দোলনের সুতিকাগার হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে শুরু না হলে কোন আন্দোলনের সফলতা আসে না। ২০ জুলাই বিভাগীয় মহাসমাবেশের মাধ্যমে চট্টগ্রামের মাটি থেকেই নবউদ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার আন্দোলনের সূচনা করা হবে। এ আন্দোলনে আমাদের জয়ী হতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয় চত্বরে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, দেশে হীরক রাজার শাসন চলছে। গণতন্ত্র, নির্বাচন কমিশন, আইনের শাসন, বিচার বিভাগ, সংসদসহ সকল প্রতিষ্ঠান একদলীয়ভাবে সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। অতীতে ভোটের দিন কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্র্তি করে জোর করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করত, আর এখন রাতের আধাঁরে ভোটের আগের দিন কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়।

মহানগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, এএম নাজিম উদ্দিন, আনোয়ার হোসাইন, আবু সুফিয়ান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ