রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর জেনারেল হাসপাতালের ক্যাশিয়ার হুমায়ুন কবীরের বিভিন্ন দুর্নীতির তদন্তে প্রমানিত অভিযোগ ধামাচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৪/০২/২০১৯ইং তারিখে ফরিদপুরের সিভিল সার্জন স্মারক নং সিএসএফ ২০১৯/২৯৯-এ পরিচালক স্বাস্থ্য ঢাকা বিভাগকে জেনারেল হাসপাতালের ক্যাশিয়ারের তদন্ত রির্পোটের সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। কিন্তু দীর্ঘ কয়েকমাস অতিক্রান্ত হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না পরিচালক স্বাস্থ্য বিভাগ ঢাকা। ৫ জনের তদন্ত কমিটির তদন্ত রির্পোটে উল্লেখ করা হয়েছে যে, ক্যাশিয়ার হুমায়ুন কবীরের বিরুদ্ধে যে অভিযোগ তাহা ৭০ ভাগ প্রমানিত হয়েছে। ফরিদপুর সিভিল সার্জনকে অবগত করেন ঐ তদন্ত রির্পোটের সমস্ত ডকুমেন্টসহ সিভিল সার্জন ফরিদপুর, পরিচালক স্বাস্থ্য বিভাগ ঢাকাকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে একাধিকবার পরিচালক স্বাস্থ্য বিভাগ ঢাকার প্রশাসনিক কর্মকর্তা দিপক কান্তি রায়ের সাথে একাধিকবার যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি বলে এড়িয়ে যান।
সূত্র ক্যাশিয়ার হুমায়ুনের বিরুদ্ধে সদর হাসপাতালের ২৬ জন কর্মকর্তা কর্মচারীর বিভিন্ন দূর্নীতি ও অপকর্মের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে দুর্নীতির প্রমান পায়।
অভিযুক্ত ক্যাশিয়ার হুমায়ুন কবীর জানান, আমার বিরুদ্ধে তদন্ত কমিটি ষড়যন্ত্র করে এ প্রতিবেদন তৈরি করে সিভিল সার্জনের কাছে প্রেরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।