রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলা বাজারের ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকার মানুষ চলাচল করছে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন সাপুরিয়ার খালে প্রায় ১৫ বছর আগে এলজিইডি’র অর্থায়নে এ ব্রিজটি নির্মিত করে। জন গুরুত্বপূর্ণ দীর্ঘ ১৫০ ফুট লম্বা এ ব্রিজটি কোন প্রকার মেরামত না করায় এমন দশা হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্রিজটি মাঝখান থেকে হেলে পড়েছে। কংক্রিটের স্লিপার খুলে পড়ে যাচ্ছে। লোহার পাতগুলো বাঁকা হয়ে ভেঙে গেছে। এর উপর দিয়ে ঝুঁকি নিয়ে মটরসাইকেল পার হচ্ছে। স্থানীয় হানিখ খাঁ জানান, ব্রিজটি ভেঙে পড়লে স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়বে। এছাড়া অসুস্থ রোগী কিংবা ভারী কোন মালামাল ইঞ্জিনচালিত নৌকাতে নিয়ে আসতে হয়। এ কারণে স্থানীয় লোকজনের ভোগান্তি ও অতিরিক্ত অর্থ গুনতে হয়। সাবেক ইউপি সদস্য রুস্তম আলী মীর জানান, ব্রিজটি উত্তর দিকটা হেলে পড়েছে। যে কোন সময় ব্রিজটি ভেঙে যেতে পারে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। ওই ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন বলেন, প্রকল্প দেয়া আছে। বাজেট পাস হলে উন্নয়ন কাজের সাথে এ ব্রিজটি করা হবে। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবদুল মান্নন জানান, পর্যায়ক্রমে উপজেলার সব ব্রিজ মেরামত করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।