রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টানা ৯ দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যাগ্রস্থ ফটিকছড়ি’র নিম্নাঞ্চলে ত্রাণ বিতরণ চলছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিন পরিদর্শন করে বন্যাগ্রস্থদের মাঝে চাল-ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করছেন। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার দু’দিনে ফটিকছড়ি’র সমিতিরহাট, সুন্দরপুর, সুয়াবিল, লেলাং, কাঞ্চননগর ইউপি এবং ফটিকছড়ি ও নাজিরহাট পৌর এলাকায় বন্যাগ্রস্থদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। এছাড়াও সাম্প্রতিককালে ফটিকছড়িতে বিভিন্ন জায়গায় অগ্নিদুর্ঘটনায় নিঃস্ব পরিবারের মাঝে গতকাল বৃহস্পতিবার দুপুরে ৫১ বান্ডিল ঢেউটিন ও ঘর মেরামত খরচ বাবদ ১ লাখ ৫৩ হাজার টাকার চেক বিতরণ করেছেন স্থানীয় এমপি।
এ সময় ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ইউএনও মো. সায়েদুল আরেফীন, এসি (ল্যান্ড) মো. জানে আলম, পিআইও আবুল হোসেনসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।