Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে আলীর হত্যার তদন্ত দাবি

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

কুমিল্লার দাউদকান্দিতে শশুর বাড়ীতে বেড়াতে গিয়ে মোহাম্মদ আলীর হত্যার সুষ্ঠ তদন্তের দাবী করেছে তার আলীর পরিবার। এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার কল্যানপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র মোহাম্মদ আলী প্রেম করে ২০১৮সালে হাটখোলা গ্রামে কুদ্দুস সরকারের মেয়ে রেখার সাথে বিয়ে হয়। কিন্তু মোহাম্মদ আলীর শশুর বাড়ীর লোকজন এ বিয়ে মেনে না নিয়ে বিভিন্ন সময়ে মোহাম্মদ আলীর সাথে খারাপ আচরন করেন। গত ৬ই জুন মোহাম্মদ আলীকে তার চাচা শশুর জাহাঙ্গীর ও দাদা শশুর বারেক দাওয়াত দিয়ে নেয়। গত ৮ই জুন গভীর রাতে মোহাম্মদ আলীকে তার শশুর বাড়ীর লোকজন নির্যাতন করে মেরে গৌরীপুর হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করার সাথে সাথে তারা পালিয়ে যায়। পরে মৃত মোহাম্মদ আলীর ভাই আবুল মিয়া ৪জনকে আসামি করে কুমিল্লা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মোহাম্মদ আলী হত্যার সুষ্ঠ তদন্তের জন্য তার পরিবার সিআইডি অথবা পিবিআই এর মাধ্যমে সুষ্ঠ তদন্তের দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলীর হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ