রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কামারের খাল এলাকার স্লুইজ গেইটটি দীর্ঘ ২ বছর যাবত বন্ধ রয়েছে। যার ফলে গত এক সপ্তাহের মুষলধারে বৃষ্টি হওয়ার কারেণ ওই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে এলাকার পথঘাট, বীজতলা, পুকুরসহ সব কিছু বর্তমানে পানির নীচে তলিয়ে রয়েছে। এছাড়াও মাছ চাষের পুকুরে পানি অধিক হারে বৃদ্ধি পাওয়ায় লাখ লাখ টাকার মাছ চলে যাচ্ছে অন্যত্র। ব্যাপক ক্ষতি হচ্ছে এলাকার মানুষের।
এলাকার ভূক্তভোগী সালাউদ্দিন, মোতালেব, আবু বকর ও আব্দুর রহমানসহ কয়েকজন জানান, প্রায় ২০ বছর আগে স্লুইজ গেইটটি স্থাপন করা হয় এ এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য। বিগত ১৮ বছর ধরে এই স্লুইজ গেইটটি দিয়ে নিয়মিত পানি নিষ্কাশন হতো। তবে দুই বছর ধরে স্লুইজটি অকেঝো অবস্থায় রয়েছে। যার ফলে এলাকার পানি নিষ্কাশন হতে না পাড়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে করে পানিবন্ধী রয়েছে এখানের হাজার হাজার মানুষ।
তারা আরও জানান, আমরা এখন বাড়ী-ঘরে যেতে পারছি না। রাস্তাঘাট সব ডুবে আছে পানির নিচে। তাই এ জলাবদ্ধতা দূরীকরণে অতি শীগ্রই নতুন করে স্লুইজগেইট নির্মাাণের দাবী করছে এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ বলেন, স্লুইজটি অকেঝো হয়ে পড়ায় কর্তৃপক্ষের নির্দেশে তা বন্ধ করে দেয়া হয়। এটির নতুন ডিজাইন ঢাকাতে পাঠানো হয়েছে। আশা করছি ডিজাইনটি পাশ হলেই দ্রুত নতুন একটি স্লুইজ নির্মাণ করা হবে। এরপর আর এ ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।