Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্ন দেয়ার নামে প্রতারণা

গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ এবং ফেল সাবজেক্টে পাশ করিয়ে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ। গ্রেফতার দু’জন হলো- মুরাদ হাসান (১৯) ও পার্থ সরকার (১৯)।

গত বুধবার রাতে রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ও ফেল সাবজেক্টে পাশ করিয়ে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র অর্থ আত্মসাৎ করছে এমন অভিযোগ আসে। পরে সাইবার ক্রাইম বিভাগের ওয়েবসাইট এন্ড ই-মেইল ক্রাইম টিমের ইনচার্জ সিনিয়র সহকারি পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতারণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ