Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ বছর পর রুমির তিন গানের অ্যালবাম

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আট বছর পর সংগীতশিল্পী রুমির নতুন একক অ্যালবাম আসছে। অ্যালবামের নাম মুসাফির। তিনটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে। রুমি বলেন, মুসাফির অ্যালবামের সব কটি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন রেজওয়ান, জিয়াউদ্দিন আলম ও রাব্বি। এর মধ্যে ‘মুসাফির’ গানটির মিউজিক ভিডিও তৈরি হবে। ঈদুল ফিতরে সিএমভির ব্যানারে অ্যালবাম ও মিউজিক ভিডিও দুটিই একসঙ্গে বাজারে আসার কথা আছে। ২০০৮ সালে রুমির সর্বশেষ একক অ্যালবাম তারছেঁড়া মুক্তি পায়। এবারের অ্যালবামটি নিয়ে এই ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত শিল্পী বলেন, ‘দেশের বাইরে থাকার কারণে এত দিন একক অ্যালবামের কাজ করার সুযোগ হয়নি। দেশের সংগীতাঙ্গন থেকে একেবারেই দূরে ছিলাম। তবে এখন নিয়মিত কাজ করব। সংগীত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মধ্যদিয়ে পরিচিতি পাওয়ার বছর তিনেকের মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রুমি। ২০১১ সালে দেশে ফিরে প্রিন্স মাহমুদের মিশ্র অ্যালবাম নির্ববাচিতা’য় ‘ভালো বাসে না’ শিরোনামে একটি গান করেছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৮ বছর পর রুমির তিন গানের অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ