Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের : নেটিজেনদের প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ৭:৪২ পিএম

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজেই তার ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। গত রবিবার হুসেইন মুহম্মদ এরশাদ ইন্তেকাল করেন। এরপর আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার পর ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেটিজেনরা।

সাংবাদিক শহিদুল ইসলাম এ সংক্রান্ত নিউজ শেযার করে ক্যাপশনে লিখেন, ‘অভিনন্দন একজন ভালো মানুষ জি এম কাদের...’

‘জাতীয় পার্টি আবার একজন সুশিক্ষিত ভদ্রলোকের নেতৃত্বে চলবে। অনেক কষ্টের অভিনন্দন। শুভ কামনা রইলো।’ - লিখেছেন মোহাম্মদ হাসান

এমডি সালমান সাদিক লিখেছেন, ‘সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তবে নতুন চেয়ারম্যানের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলকে এই ভঙ্গুর অবস্থা থেকে এনে সার্জারি করে নতুন মেরুদন্ড লাগিয়ে বুকটান কার দাড় করানো, যদি পারেন তো বেস্ট নইলে শেষ।’

জিএম কাদেরের ছবি শেয়ার করে আবদুল্লাহ আল উজ্জল লিখেছেন, ‘যদিও জাতীয় পার্টির দল করি না, তবে এই মানুষটাকে ভালো লাগে। জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদেরকে অভিনন্দন ও শুভ কামনা।’

‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে অনুমোদন দিয়েছে পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বিরোধী দলীয় নেতার নাম ঘোষণা করা হবে পরে। অভিনন্দন জনাব জি এম কাদের স্যার।’ - দলের কর্মী এইচ আর টনুর স্টাট্যাস।

রোকন উদ্দিন তার টুইটারে লিখেন, ‘অভিনন্দন ও শুভকামনা রইল জাতীয় পার্টি দলটার জন্য। আর কোন পিছুটান নয়, এখন নির্দ্বিধায় কোন এক সময় জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় আসার চান্স রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ