Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটিশ রমণীকে গণধর্ষণের অভিযোগে ১২ ইসরায়েলি গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ৪:৩৮ পিএম | আপডেট : ৫:১৮ পিএম, ১৮ জুলাই, ২০১৯

ভূমধ্যসাগরীয় দ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত আইয়া নাপা শহরে সাইপ্রিয়ট রিসোর্টে এক ব্রিটিশ নারীকে গণধর্ষণের অভিযোগে ১২ জন ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে ১৯ বছর বয়সী ওই নারী স্থানীয় পুলিশ স্টেশনে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। খবর জিনহুয়া।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, মঙ্গলবার দিবাগত রাতে ওই রিসোর্টের হোটেল কক্ষে গণধর্ষণের শিকার হন ওই নারী।

স্থানীয় পুলিশের দেওয়া তথ্য মতে, এই অভিযোগের প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কতজন ওই ধর্ষণের সাথে সংশ্লিষ্ট ছিলেন।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ধর্ষণের সাথে সংশ্লিষ্ট সকলকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তদের ফামাগুস্তা জেলা আদালতে প্রাথমিক শুনানির জন্য আদালতে হাজির করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ