প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দুজন মানুষের গল্প। যাদের কখনই কাছাকাছি আসার কথা ছিল না। প্রথমত তাদের বয়সের পার্থক্য বিস্তর। আর মন মানসিকতায়ও ব্যাপক ফারাক। কিন্তু পরিস্থিতি তাদের একদিক কাছাকাছি নিয়ে আসে। এদের একজন হল তারা দেশপাÐে (কল্কি কেকলাঁ)। অত্যন্ত স্বাধীনচেতা আর স্বনির্ভর মানুষ সে। তার স্বামী রজত দেশপাÐেকে (অর্জুন মাথুর) নিয়ে তার সংসার। হঠাৎ তার জীবনের ছক বদলে যায় যখন রজত এক দুর্ঘটনার শিকার হয়। আঘাত পেয়ে তার স্বামী কোমায় আক্রান্ত হয়। হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয় রোগীকে। এখানেই শিব কুমার (নাসিরুদ্দিন শাহ) নামে এক বৃদ্ধের সঙ্গে তার পরিচয় হয়। শিবের অবস্থাও প্রায় তার মত। শিবের স্ত্রী পঙ্কজা (সুহাসিনী মনিরতœম) কোমাটোস হয়ে একই হাসপাতালে ভর্তি আছে আট মাস ধরে। ৪০ বছর সুখেদুঃখে সংসার করার পর এই বিপর্যয়ের শিকার হয়েছে শিব আর পঙ্কজা। দুজনের বয়সের অনেক ফারাক। কিন্তু তাদের দুজনের দুর্দশা একই রকম। এই দুঃখ আর শোক কাটাবার জন্যই বোধ হয় তাদের মাঝে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে। হয়তো সাময়িক এই বন্ধন আর বন্ধুত্ব কিন্তু পরস্পরের ওপর তাদের একধরনের আস্থা সৃষ্টি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।