Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে স্ত্রীকে প্রকাশ্যে গলা কেটে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ১:৫৬ পিএম

স্ত্রী বুলবুলিকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করার অপরাধে স্বামী আয়নাল হক (৩০) নামে এক আসামিকে ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন রাজশাহী মহানগর দায়রা ও জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসাইন। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। 

আয়নাল হক রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের একরাম আলীর ছেলে। ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে পারিবারিক কলহের জের ধরে বাড়ির সামনে আয়নাল প্রকাশ্যে তার স্ত্রী সাফিয়া খাতুন ওরফে বুলবুলিকে (২৫) গলা কেটে হত্যা করেন। ঘটনার পর সেদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ নিয়ে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় আয়নালের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন বুলবুলির বাবা জয়নাল আলী। পবা উপজেলার মদনহাটি গ্রামে জয়নালের বাড়ি। মামলায় ২০ জনকে স্বাক্ষী করা হয়েছিল। আদালত তাদের সবার সাক্ষ্য গ্রহণ করেছেন। এরপর বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হলো।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম জানান, আসামি আয়নাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তাছাড়া ঘটনাটি ঘটেছিল প্রকাশ্যে। সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন। এর ভিত্তিতে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এ রায়ে তিনি সন্তোষ্ট। আসামি অবশ্য এ রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপীল করতে পারবেন।

রায় ঘোষণার সময় আসামি আয়নাল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আয়নালের মা শাহেদা বেগম দাবি করেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। তিনি শ্রমিকের কাজ করতেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে আয়নাল এক দিন কাজে গিয়ে চার দিন বসে থাকতেন। আর সারাক্ষণ বাড়িতে বক বক করতেন। এ রায়ে তিনি অসন্তোষ। রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপীল করবেন। 

ivRkvnx‡Z ¯¿x‡K cÖKv‡k¨ Mjv †K‡U nZ¨vi `v‡q ¯^vgxi duvwmi Av‡`k

ivRkvnx ey¨‡iv  

¯¿x eyjeywj‡K c«Kv‡k¨ Mjv †K‡U nZ¨v Kivi Aciv‡a ¯^vgx Avqbvj nK (30) bv‡g GK Avmvwg‡K dvuwm I 50 nvRvi UvKv Rwigvbvi Av‡`k w`‡q‡Qb ivRkvnx gnvbMi `vqiv I RR Av`vj‡Zi wePviK IGBPGg Bwjqvm ‡nvmvBb| e…n¯úwZevi `ycy‡i G ivq ‡`b|

Avqbvj nK ivRkvnx gnvbMixi DcKÉ cev Dc‡Rjvi evqv ‡fvjvevwo M«v‡gi GKivg Avjxi ‡Q‡j| 2016 mv‡ji 17 Gwc«j mKv‡j cvwievwiK Kj‡ni ‡Ri a‡i evwoi mvg‡b Avqbvj c«Kv‡k¨ Zvi ¯¿x mvwdqv LvZyb Ii‡d eyjeywj‡K (25) Mjv ‡K‡U nZ¨v K‡ib| NUbvi ci ‡mw`bB cywjk Zv‡K ‡M«ßvi K‡i|

G wb‡q ivRkvnx gnvbMixi kvngL`yg _vbvq Avqbv‡ji wei“‡× nZ¨v gvgjv `v‡qi K‡ib eyjeywji evev Rqbvj Avjx| cev Dc‡Rjvi g`bnvwU M«v‡g Rqbv‡ji evwo| gvgjvq 20 Rb‡K ¯^v¶x Kiv n‡qwQj| Av`vjZ Zv‡`i mevi mv¶¨ M«nY K‡i‡Qb| Gici e…n¯úwZevi G ivq ‡NvlYv Kiv n‡jv|

Av`vj‡Zi ivó«c‡¶i AvBbRxex Ave`ym mvjvg Rvbvb, Avmvwg Avqbvj Av`vj‡Z 164 avivq ¯^xKv‡ivw³g~jK Revbew›` w`‡qwQ‡jb| ZvQvov NUbvwU N‡UwQj c«Kv‡k¨| mv¶xiv mv¶¨ w`‡q‡Qb| Gi wfwˇZ Av`vjZ Zv‡K g…Z¨y`‡Êi Av‡`k w`‡q‡Qb| G iv‡q wZwb m‡š—vó| Avmvwg Aek¨ G iv‡qi wei“‡× mvZ w`‡bi g‡a¨ D”P Av`vj‡Z Avcxj Ki‡Z cvi‡eb|

ivq ‡NvlYvi mgq Avmvwg Avqbvj nK Av`vj‡Zi KvVMovq Dcw¯’Z wQ‡jb| ivq ‡NvlYvi ci Zv‡K ivRkvnx ‡K›`«xq KvivMv‡i cvVv‡bv nq|

Avqbv‡ji gv kv‡n`v ‡eMg `vwe K‡ib, Zvi ‡Q‡j gvbwmK fvimvg¨nxb| wZwb k«wg‡Ki KvR Ki‡Zb| gvbwmK fvimvg¨nxbZvi Kvi‡Y Avqbvj GK w`b Kv‡R wM‡q Pvi w`b e‡m _vK‡Zb| Avi mviv¶Y evwo‡Z eK eK Ki‡Zb| G iv‡q wZwb Am‡šÍvl| iv‡qi weiæ‡× Zviv D”P Av`vj‡Z Avcxj Ki‡eb| #

 

‡iRvDj Kwig ivRy

18 RyjvB 2019

ivRkvnx ey¨‡iv

 



 

Show all comments
  • md shajib ১ অক্টোবর, ২০১৯, ৪:১৭ পিএম says : 0
    এই ...মাকেও সাজা দিতে হবে যে এমন ছেলেকে জন্ম দিয়েছে আবার তার জন্য সাফাই গাচ্ছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁসির আদেশ

১৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ