Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোয়েন্দা সংস্থার পরিচয়ে সচিবালয়ে তদবির করতে গিয়ে আটক

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

গোয়েন্দা সংস্থার সদস্যের পরিচয়ে সচিবালয়ে তদবির করতে গিয়ে ধরা পড়লেন শাহিনুল ইসলাম নামের এক ব্যক্তি। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে তাকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা) মো. তমিজুল ইসলাম খানের কাছে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তদবির করতে যান শাহিনুল। এর আগেও তিনি তদবির করেছেন। এবার সন্দেহ হলে তাকে জেরা করা হয়। জেরার মুখে তদবিরকারি শাহিনুল স্বীকার করেন, তিনি ডিজিএফআইয়ে কাজ করেন না।

প্রতারনার বিষয়টি প্রকাশ হওয়ার পর পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। প্রতারক শাহিনুলের সঙ্গে কথা বলে জানা যায়, শাহিনুল ইসলামের গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে। তার বাবার নাম সাইদুর রহমান। বর্তমানে তিনি মিরপুরের কাজীপাড়ায় থাকেন। আটক শাহিনুলের কাছে তথ্য অধিদফতরের একটি অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়া গেছে। কার্ডটিও যাচাই করে এটিও ভুয়া বলে প্রমাণিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোয়েন্দা সংস্থার পরিচয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ