Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাসাঞ্জ মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছেন

ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের স্বীকারোক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

২০১৬ সালে বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। বিষয়টি নিশ্চিত করেছেন ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া। তিনি জানান, লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ নির্বাচনে হস্তক্ষেপ করেন। ইকুয়েডরের সাবেক ওই প্রেসিডেন্ট বলেছেন, নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে আমরা খেয়াল করে এবং নীতিগত কারণে আমরা তাকে বিরত রাখি। আমরা আমাদের দেশের নির্বাচনেও কারও হস্তক্ষেপ চাই না। তাই বাইরের কোনো দেশ কিংবা যুক্তরাষ্ট্রের মতো বন্ধু দেশের সঙ্গে এটা আমরা ঘটতে দিতে পারি না। কোরিয়া নিজেই অ্যাসাঞ্জকে সুইডেনের হাতে গ্রেফতার এড়াতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় দিয়েছিলেন। সুইডেন অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিল। এই বছরের ১১ এপ্রিল তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ