প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অতীতে অন্যান্য প্রযোজকদের মতোই সিনেমা হলে আধুনিক প্রজেকশন মেশিন বসানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আগামী ঈদ-উল আযহায় ২০০টির বেশি সিনেমা হলে স্থায়ীভাবে অত্যাধুনিক প্রজেকশন মেশিন বসানোর কথা বলেছেন তিনি। তবে এসব প্রজেকশন মেশিন থেকে তিনি ভাড়া নেবেন কিনা তা বলা হয়নি। শাকিব জানিয়েছেন, দেশের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে এই উদ্যোগ নিচ্ছেন তিনি। বলা বাহুল্য, অতীতেও বেশ কয়েকজন প্রযোজক এ ধরনের ঘোষণা দিয়েছিলেন। শেষ পর্যন্ত তা ঘোষণা পর্যন্তই সীমাবদ্ধ থেকে গেছে, বাস্তবায়ন হয়নি। শাকিবের এ ঘোষণা বাস্তবায়ন হবে কিনা তা নিয়েও অনেকে সন্দেহ পোষণ করেছেন। তবে বাস্তবায়ন হলে তা ভাল একটি উদ্যোগ হবে। অবশ্য বিগত বেশ কয়েক বছর ধরে জাজ মাল্টিমিডিয়া সিনেমা হলে প্রজেকশন মেশিন ভাড়া দিয়ে ব্যবসা করেছে এবং এখনও করছে। এ নিয়ে মুক্তি দেয়া সিনেমা প্রযোজকদের অনেক অভিযোগ ছিল। এখন শাকিব এ পথ ধরেছেন কিনা, তা স্পষ্ট নয়। উল্লেখ্য, আগামী ঈদে শাকিবের একাধিক সিনেমা মুক্তি পেতে পারে। ইতোমধ্যে মুক্তি দেয়ার জন্য জাকির হোসেন রাজুর পরিচালনাধীন মনের মতো মানুষ পাইলাম না সিনেমায় শূটিং শেষ করেছেন শাকিব। এখন চলছে কাজী হায়াতের নির্মাণাধীন বীর সিনেমাটির শূটিং। এটিও ঈদে মুক্তি দেয়া হবে। এছাড়া আরও কয়েকটি সিনেমা মুক্তি পেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।