Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে চ্যানেল আইতে ভালোবাসার রাজকন্যা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

রাজু আলীম প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন। সিনেমাটির নাম ‘ভালোবাসার রাজকন্যা’। এর আগে তিনি নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত সিনেমাটি ঈদুল আযহায় বড় পর্দায় ও টেলিভিশনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে করেছেন অরুণ চৌধুরী। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, শিপন মিত্র, আবিদ রেহান, ফারজানা চুমকি, কাজী রাজু ও মিলি বাশার প্রমুখ। চ্যানেল আইতে সিনেমাটি দেখানো হবে ঈদের দিন বেলা ২.৩০ মিনিটে। এর শূটিং হয়েছে নেপাল ও বাংলাদেশে। সিনেমাটির দৈর্ঘ্য ১১০ মিনিট। এতে প্লেব্যাক করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ফেরদৌস আরা। চিত্রগ্রহণে সুজন মেহমুদ। সুরকার ও সম্পাদনা : শওকত আলী রানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসার রাজকন্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ