Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সন্তোষজনক অবস্থানে ‘সুপার থার্টি’

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

চারটি ফিল্ম মুক্তি পাবার কথা থাকলেও শেষ পর্যন্ত শুধু ‘সুপার থার্টি’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এর ফলে ফিল্মটির বাণিজ্যিক সাফল্যের সুযোগ আরও নিশ্চিত হয়েছে আর তা কাজেও লেগেছে। গণিতবিদ আনন্দ কুমার এবং তার ‘সুপার থার্টি’ শিক্ষামূলক কার্যক্রম নিয়ে নির্মিত বায়োপিক ‘সুপার থার্টি’ পরিচালনা করেছেন বিকাস বাহল, ফিল্মটিতে অভিনয় করেছেন হৃতিক রোশন, ম্রুনাল ঠাকুর, বীরেন্দ্র সাক্সেনা. নন্দিশ সিং, পঙ্কজ ত্রিপাঠি, জনি লিভার, আদিত্য শ্রীবাস্তবা, অমিত সাধ, আলি হাজি এবং কারিশমা শর্মা। ‘সুপার থার্টি’র সাফল্য মোটামুটি নিশ্চিতই ছিল। অনেক বিশেষজ্ঞ পূর্বাভাস দিয়েছিল ফিল্মটি ১২ কোটি রুপি আয় করবে প্রথম দিনে, পক্ষান্তরে আয় হয়েছে ১১.৮৩ কোটি রুপি। শনিবার আয় বেড়ে পৌঁছেছে ১৮.১৯ কোটি রুপিতে। রবিবারের ২০.৭৪ কোটি রুপি আয়ে সপ্তাহান্তের আয় ৫০.৭৬ কোটি রুপি। সোমবারের আয় ৬.৯২ কোটি রুপি। ফিল্মটি প্রশংসিত হয়েছে। রেটিং পাঁচে সাড়ে তিন থেকে চার। ‘কবির সিং’ ২৬১.৫৯ কোটি রুপি আয় করে বলিউডের এই বছরের সবচেয়ে ব্যবসাসফল ফিল্মের মর্যাদা পেয়েছে।‘আর্টিকল ফিফটিন’-এর আয় ৫৮.৭৩ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘সুপার থার্টি’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ