Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিতেই চলেছেন চট্টলার সাজ্জাদ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

 মেয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জয়যাত্র অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা। সিজেকেএস জিমন্যাশিয়ামে গতকাল দ্বিতীয় দিনে জাতীয় তারকা খেলোয়াড় সাজ্জাদ উল্লাহ চমৎকার খেলা উপহার দিয়ে সবার নজর কেড়েছেন। পুরুষ বিভাগে প্রথম দিনের ন্যায় গতকালও জয় পেয়েছেন চট্টগ্রামের ছেলে সাজ্জাদ উল্লাহ। বাংলাদেশ একাডেমীর এক নম্বর তারকা খেলোয়াড় জয়কে ২-০ সেটে হারান তিনি। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী খেলাটি উপভোগ করেন। এছাড়া আনসারের রাহাত কবির খালেদ ও রাজিব আহমেদ, ঢাকা জেলার মামুন, সেনাবাহিনীর আলআমিন, মোঃ মোরসালিন, রেলওয়ের মোকতার হোসেন ও লিপটন, রাজশাহীর আছাদুল স্ব স্ব খেলায় জয়লাভ করে দ্বিতীয় রাউÐে উঠেছেন। গতকাল ১০৭টি খেলার মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৫টি খেলা সম্পন্ন হয়েছে। খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে চারটি কোর্টে। বিকেল ৩টায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক ঘণ্টা খেলা বন্ধ ছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ