Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দখল নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

লোকসভা নির্বাচনের পর থেকে এলাকা দখল নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপি এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের উত্তেজনা আর সংঘর্ষ চলছেই। এবার ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়া। রবিবার রাত থেকেই সেখানে গোলমাল চলছে। সোমবারও বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গোলমাল শুরু হয়েছে সংলগ্ন ভাটপাড়া এলাকায়ও। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। তারপর থেকেই এলাকা দখল নিয়ে গোলমাল চলছে। এর পর সেখানকার একের পর এক পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের দল ভাঙিয়ে নিজেদের দলে নিয়েছে বিজেপি। দখল করে কাঁচড়াপাড়া পুরসভা। দিল্লিতে নিয়ে গিয়ে সেখানকার ২২ আসনের মধ্যে ১৯ কাউন্সিলরকে দলে যোগদান করিয়েছিল বিজেপি। গত বৃহস্পতিবার ৫ কাউন্সিলরকে দলে ফেরায় তৃণমূল। দুদিন পরে আরো ৯ জনকে প্রত্যাবর্তন করায়। ফলে ঐ পৌরসভা ফের তৃণমূলের দখলে আসে। এরপরই শনিবার রাতে ফের ঐ অঞ্চলে গোলমাল শুরু হয়ে যায়। শুরু হয় বোমাবাজি। তাতে জখম হয় এক শিশু। প্রতিবাদে রবিবার রেল অবরোধ হয়। সেই অবরোধ উঠতেই ফের মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে কাঁকিনাড়ায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা রাস্তা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় ভাটপাড়ার বিশাল পুলিশ বাহিনী। লাঠিচার্জও করা হয়। বোমাবাজির জেরে এলাকা থমথমে, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এদিকে, দলত্যাগ করে যাওয়া দক্ষিণ দিনাজপুরের ৩ জেলা পরিষদ সদস্যকে ফিরিয়েছে তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে এখানকার ১০ জেলা পরিষদ সদস্যকে দলে যোগদান করায় বিজেপি। ফলে ১৮ সদস্যের ঐ জেলা পরিষদ বিজেপির দখলে যায়। ৩ জনকে ফেরানোয় ঐ জেলা পরিষদটি ফের তৃণমূলের দখলে এলো। সূত্রে খবর, এই দলবদলকে কেন্দ্র করে সেখানেও গোলমালের আশঙ্কা রয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ