Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান চলাচলে উন্মুক্ত পাকিস্তানের আকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

বেসামরিক বিমান চলাচলের জন্য নিজেদের আকাশপথ ফের খুলে দিয়েছে পাকিস্তান। এ সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই তাদের আকাশপথ ব্যবহার করা যাবে, মঙ্গলবার দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। চলতি বছরের প্রথমদিকে প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মুখে দেশটি নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল। “এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটে (এটিএস) প্রকাশিত সব ধরনের বেসামরিক চলাচলের জন্য পাকিস্তানের আকাশপথ উন্মুক্ত হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে,” কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এমনটি বলা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে টেলিফোনে রয়টার্সকে নিশ্চিত করেছেন পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক কর্মকর্তা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ