মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে চলতি বছরের প্রথম পাঁচ মাসে সাড়ে নয়শো বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে অবশ্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ৬০ জন ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে। এই হত্যার কথা স¤প্রতি পেন্টাগন ঘোষণা করে। পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ৬০ জন বেসামরিক আফগান নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। এই প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সরকারি বাহিনীর হামলায় নিহত বেসামরিক ব্যক্তির সংখ্যা ৬০ জন। এছাড়া ৭৭৮ জন অসামরিক মানুষের মৃত্যুর জন্য দায়ী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। ওই সব গোষ্ঠীর হামলায় আহত হয়েছে ৯৭১ জন বেসামরিক আফগান। পেন্টাগন আরও জানিয়েছে, অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় প্রাণহানি ঘটেছে ৪৪ জন বেসামরিক মানুষের। এই সংক্রান্ত তথ্য আফগান নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ক প্রতিবেদনে মার্কিন কংগ্রেসে পেশ করা হয়েছে, তাতে এইসব বিষয় এসেছে। ২০০১ সাল থেকে আফগানিস্তানে আগ্রাসন চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত সেখানকার নিরাপত্তা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। প্রতিদিনই সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। আফগান জনগণ সেদেশ থেকে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।